Person কাকে বলে, Person কত প্রকার ও কি কি উদাহরণসহ বিস্তারিত বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় Person বা পুরুষ নিয়ে বিস্তারিত শেয়ার করবো। গত পর্বে “বাংলা বাক্যের মধ্যে কিভাবে ক্রিয়া (Verb) সহজে চেনা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি”। ইংরেজি ব্যাকরণে Person সহজে চেনার উপায় হলো; বাক্যে অন্তর্গত Subject – ই হলো Person (পুরুষ) হতে পারে সেটা Noun অথবা Pronoun। নিম্নে কয়েকটা উদাহরণ দেখা যাক –



What is Person, kinds of person, types of Person, Person কাকে বলে, Person কত প্রকার, Person


I am a student

You are a gentlemen

He is doing the work

 

উদাহরণ পর্যালোচনাঃ এই উদাহরণগুলোতে I, You এবং He এই শব্দগুলো কোনো ব্যাক্তির বা বস্তুর সম্পর্কে বর্ণনা করছে, তাই এরা Subject / Person। কেননা আমরা জানি যে, Verb কে  ‘কে’ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই Subject। 

 

তাহলে বলা যায় যে, কোন Sentence এর মধ্যে যে শব্দ Noun বা Pronoun, subject হিসেবে কাজ করে তাকে Person বলে।

 


উপরোক্ত উদাহরণগুলোতে প্রথম বাক্যে - ‘I’ দিয়ে বক্তা নিজের সম্পর্কে বলছে, তাই ‘I’ এখানে Person। দ্বিতীয় বাক্যে - ‘You’ দিয়ে বক্তা এখানে নিজেকে না বুঝিয়ে অন্য একজন বা শ্রোতার সম্পর্কে বলছে, তাই ‘You’ এখানে Person এবং তৃতীয় বাক্যে – ‘He’ দিয়ে বক্তা এবং শ্রোতা কারো সম্পর্কে না বুঝিয়ে তৃতীয় কোন ব্যাক্তি সম্পর্কে বলছে, তাই ‘He’ এখানে Person। মোট কথা হলো যে, Person কোনো বাক্যের মধ্যে; কখনো নিজের সম্পর্কে বলে, কখনো অন্যের সম্পর্কে বলে এবং কখনো তৃতীয় কোন ব্যাক্তির সম্পর্কে বলে। সেক্ষেত্রে Person বা পুরুষ ৩ প্রকার। যথাঃ

 

  1. First Person (উত্তম পুরুষ)
  2. Second Person (মধ্যম পুরুষ)
  3. Third Person (নাম পুরুষ)

 

এই প্রকারগুলো সম্পর্কে আমরা পুর্বে আলোচনা করেছি। এখন আমরা আরও একবার দেখে নিবো। যাতে Person বুঝতে আমাদের কোন সমস্যা না হয়।

 


📖 First Person (সংক্ষেপে 1st Person) উত্তম পুরুষঃ  বাক্যে বক্তা নিজের সম্পর্কে বর্ণনা করার জন্য যে Pronoun ব্যবহার করে থাকে, তাকে ইংরেজি ব্যাকরণে First Person বলে।

যেমনঃ I am a student

এই বাক্যে Pronoun টি হলো ‘I’। এখানে বক্তা তার নিজের সম্পর্কে বর্ণনা করার জন্য ‘I’ Pronoun টি ব্যাবহার করেছেন। তাই বলা যায় যে এই বাক্যে ‘I’ হলো First Person।

 

Note: এছাড়াও বাক্যে ব্যবহৃত  First Person গুলো হচ্ছে I, We, My, Mine, Our, Ours ইত্যাদি।  

 


📖 Second Person (সংক্ষেপে 2nd Person) মধ্যম পুরুষঃ  বাক্যে বক্তা নিজের সম্পর্কে বর্ণনা না করে অন্য কোনো ব্যাক্তিকে বোঝানোর জন্য যে Pronoun ব্যবহার করে থাকে, তাকে ইংরেজি ব্যাকরণে Second Person বলে।

যেমনঃ You are a gentlemen

এই বাক্যে Pronoun টি হলো ‘You’। এখানে বক্তা কোনো ব্যাক্তির সম্পর্কে বর্ণনা করার জন্য ‘You’ Pronoun টি ব্যাবহার করেছেন। তাই বলা যায় যে এই বাক্যে ‘You’ হলো Second Person।

Note: এছাড়াও বাক্যে ব্যবহৃত  Second Person গুলো হচ্ছে You, Your, Yours ইত্যাদি।  

 


📖 Third Person (সংক্ষেপে 3rd Person) নাম পুরুষঃ  বাক্যে বক্তা তৃতীয় কোন ব্যাক্তি বা বস্তু সম্পর্কে বোঝানোর জন্য যে Noun বা Pronoun ব্যবহার করে থাকে, তাকে ইংরেজি ব্যাকরণে Third Person বলে।

যেমনঃ

Shanzida is a beautiful girl.

He is doing the work.

 

এই বাক্যে Noun বা Pronoun গুলো হলো “Shanzida এবং He” । এখানে বক্তা তৃতীয় কোন ব্যাক্তি বা বস্তু সম্পর্ক বোঝানোর জন্য “Shanzida এবং He” Noun বা Pronoun টি ব্যাবহার করেছেন। তাই বলা যায় যে এই বাক্যে “Shanzida এবং He” হলো Third Person।

 

Note: এছাড়াও বাক্যে ব্যবহৃত Third Person গুলো হচ্ছে He, She, It, They, Shanzida, Habib ইত্যাদি। তবে সংক্ষিপ্ত ভাবে Third Person চেনার উপায় হলোঃ “আমি তুমি ছাড়া যাই আছে, সবি Third Person”  

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment