প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Pronoun’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর প্রথম প্রকার “Personal Pronoun বা ব্যাক্তিবাচক সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
স্মরণ রাখবে যে, Personal Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে তাহলে Personal Pronoun বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।
Personal Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ কোন ব্যাক্তি বা বস্তুর নামের পরিবর্তে
যে Pronoun ব্যাবহৃত হয় তাকে Personal Pronoun বলে।
Personal Pronoun তিন প্রকার। যথাঃ
- Personal Pronoun of the First Person: I, We, My, Me, Our, Us.
- Personal Pronoun of the Second Person: You, Your
- Personal Pronoun of the Third Person: He, She, It, They
Number এর প্রকারভেদে Personal Pronoun এর
আকারের যে পরিবর্তন তা নিম্নরূপঃ
Person |
Singular Number |
Plural Number |
First |
I (আমি) |
We (আমরা) |
Second |
You
(তুমি) |
You
(তোমরা) |
Third |
He (সে - পুঃ) She (সে - স্ত্রীঃ) It (এটা) |
They (তারা বা এরা) It (ইহা) |
Number ও Case এর প্রকারভেদে Personal
Pronoun এর আকারের যে পরিবর্তন তা নিম্নরূপঃ
Person |
Number |
Subject |
Object |
Possessive,
Double Possessive |
First |
Singular |
I |
Me |
My, Mine |
Plural |
We |
Us |
Our,
Ours |
|
Second |
Singular |
You |
You |
Your, Yours |
Plural |
You |
You |
You,
Yours |
|
Third |
Singular |
He, She, It |
Him, Her, It |
His, Her, Hers, Its |
Plural |
They |
Them |
Their,
Theirs |
এছাড়াও Thou, Thee, Thy ও Thine এর ব্যবহার
খুবই বিরল। কবিতা, প্রার্থনা ও প্রাচীন সাহিত্যে এই শব্দগুলোর ব্যবহার দেখা যায়।
নোটঃ
It এর ব্যবহার -
👉 জড় পদার্থ কে বুঝাতে। যেমনঃ It is a nice watch.
👉 ইতর বা নিম্নশ্রেণির প্রাণী বুঝাতে। যেমনঃ
We have a cat and we love it very much.
👉 শিশু (উভয়লিঙ্গ) বুঝাতে। যেমনঃ The baby
is crying for its mother.
👉 Preparatory Or Provisional (অস্থায়ী)
Subject রুপে বাক্যের প্রথমে বসে।
যেমনঃ It is bad to tell a lie.
👉 যদি Preparatory Or Provisional (অস্থায়ী)
Subject রুপে বাক্যের প্রথমে ব্যবহৃত হয় তাহলে এর পর সাধারণত Infinitive Phrase বা
That Clause বসে। যেমনঃ
It is wrong to
say so এখানে “to say so” হচ্ছে Infinitive Phrase.
It is true that
he will come এখানে “that he will come” হচ্ছে That Clause.
👉 Impersonal verb এর Subject রুপে। যেমনঃ It has been raining since morning.
👉 Provisional object রুপে। যেমনঃ I
consider it good for you.
👉 কোনো Word বা Word group এর উপর জোর বুঝাতে।
যেমনঃ You have done it.
👉 পূর্ববর্তী কোনো Clause, Pharse কে বুঝাতে
কখনো কখনো ‘it’ ব্যবহৃত হয়।
যেমনঃ Honesty is the best policy and we
know it.
👉 অপ্রকাশিত কোনো Object এর পরিবর্তে ‘it’ ব্যবহৃত
হয়। যেমনঃ I could not support it.
👉 Cognate object রুপে ‘it’ ব্যবহৃত হয়। যেমনঃ
We will have to walk it.
👉 প্রশ্ন করতে মাঝে মাঝে ‘it’ ব্যবহৃত হয়। যেমনঃ
What is it that you want?
We এর ব্যবহার -
👉 অনেকের পক্ষ হয়ে একজনের প্রতিনিধি রুপে কথা
বলতে ‘we’ ব্যবহৃত হয়। যেমনঃ
We welcomed our great leader.
👉 মানবজাতি বুঝাতে। যেমনঃ We all will die.
👉 রাজপুরুষ বা উচ্চপদস্থ রাজকর্মচারী বিবৃতি
প্রদান করতে ‘we’ ব্যবহৃত হয় (এরুপ we কে Royel ‘We’ বলে) । যেমনঃ
We will not tolerate any kind of
corruption in the country.
👉 জনসাধারণের প্রতিনিধিরূপে কথা বলতে সংবাদপত্রের
সম্পাদকগণ ‘we’ ব্যবহার করেন আর এরুপ we কে Editorial ‘We’ বলে। যেমনঃ
We would like to draw the attention of
the government to the corruption in the police department.
Person এর বিভিন্ন ব্যবহার -
👉 দুই বা ততোধিক Singular Noun বা Pronoun
‘and’ দ্বারা যুক্ত হলে তাদের পরিবর্তে ব্যবহৃত Pronoun টি Plural হবে। যেমনঃ
Maha and Shanzida went to their class teacher. (এখানে ‘their এর স্থলে
‘her’ না হয়ে ‘their’ হয়েছে।)
কিন্তু and দ্বারা যুক্ত Singular Noun গুলো
যদি একই ব্যাক্তি বা বস্তুকে বুঝায় তাহলে তাদের পরিবর্তে ব্যবহৃত Pronoun টি
Singular হবে।
👉 And দ্বারা যুক্ত দু’টি Singular Noun এর
পূর্বে যদি Each বা Every থাকে তবে তাদের পরিবর্তে ব্যবহৃত Pronoun টি Plural হবে।
যেমনঃ
Every Student and every teacher should
do his / her duties.
👉 দুই বা ততোধিক Singular Noun যদি or,
either…..or, neither……nor দ্বারা যুক্ত থাকলে তাদের পরিবর্তে ব্যবহৃত Pronoun টি
Plural হবে। যেমনঃ
Either Shanzida or Maha had his
breakfast.
👉 First, Second, Third Person একই বাক্যে ব্যাবহৃত
হলে প্রথমে Second Person, তারপর Third Person এবং সর্বশেষে First Person (মনে রাখার
জন্য সংক্ষপে ‘২৩১’ - You, He, I) বসে। যেমনঃ
You, he and I went there.
কিন্তু দোষ স্বীকারের ব্যাপারে হলে তখন ব্যবহার
করেত হবে “১২৩’ যেমনঃ
I, you and he are to blame.
👉 Noun এর পরিবর্তে ব্যবহৃত Pronoun অনুযায়ী
Number, Gender ও Person বসে। যেমনঃ
The lady lost her watch (not his)
She is an actress (not actor)
👉 অন্যান্য Noun বা Pronoun এর সঙ্গে First
Person ব্যবহৃত হলে এদের পরিবর্তে First Person এর Plural Pronoun ব্যবহৃত হয়। যেমনঃ
He and I tried our best (not his)
কিন্তু First Person ব্যবহৃত না হয়ে
Second Person থাকলে তাহলে Second Person এর Pronoun ব্যবহৃত হবে। যেমনঃ
You and your colleagues are honest to your duties (not their)
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।