প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো
আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Adverb – ক্রিয়া বিশেষণ’ নিয়ে বিস্তারিত
আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর ষষ্ঠ প্রকার “Preposition – পদান্বয়ী
অব্যয়” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি
আপনারা উপকৃত হবেন । তাহলে শুরু করা যাক।
Preposition বা পদান্বয়ী অব্যয় এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ Pre অর্থ আগে বা পূর্বে এবং
Position অর্থ অবস্থান, স্থান। তাহলে Preposition এর অর্থ হলো পূর্বে অবস্থান। সুতরাং,
যে শব্দ কোনো Noun, Pronoun অথবা Noun Phrase এর পুর্বে বসে তার বা তাদের সাথে বাক্যস্থিত
অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বা পদান্বয়ী অব্যয় বলে।
যেমনঃ
The book is on the table
উপরের বাক্যে ‘on’ শব্দটি “book ও table” এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে “On” একটি Preposition.
Classification of Preposition: গঠন ও ব্যবহারের
পার্থক্য অনুযায়ী Preposition কে ছয় ভাগে ভাগ করা যায়। যথা –
- Simple Preposition (সরল পদান্বয়ী অব্যয়)
- Double Preposition (দ্বৈত পদান্বয়ী অব্যয়)
- Compound Preposition (যৌগিক পদান্বয়ী অব্যয়)
- Phrase Preposition (শব্দ গুচ্ছমূলক পদান্বয়ী অব্যয়)
- Participle Preposition (গুণযুক্ত পদান্বয়ী অব্যয়)
- Disguised Preposition (সুপ্ত পদান্বয়ী অব্যয়)
নিম্নে
Preposition এর প্রকারগুলো বিস্তারিত আলোচনা দেওয়া হলো -
Simple Preposition এর বর্ণনাঃ Simple
Preposition সাধারণত একটি Word বা শব্দ নিয়ে গঠিত হয়। যেমনঃ by, at, with, of,
after, in ইত্যাদি।
Double Preposition এর বর্ণনাঃ যখন দুটি
Simple Preposition একত্রিত হয়ে একটি Preposition এর মতো কাজ করে তাকে Double
Preposition বলে। যেমনঃ
Into => in + to
Within => with + in
Compound Preposition এর বর্ণনাঃ কোন
Noun, Adjective বা Adverb এর আগে কোন Simple Preposition যুক্ত হয়ে যে
Preposition গঠিত হয় তাকে Compound Preposition বলে। যেমনঃ
Beside => by + side (by => be)
Between => by + tween (by => be)
Along => on + long (on => a)
নোটঃ Compound Preposition গঠন করার সময়
“by” Preposiotin টি ‘be’ এবং “on” Preposition টি ‘a’ রূপান্তরিত হয়।
Phrase Preposition এর বর্ণনাঃ শব্দগুচ্ছের
সাথে Preposition যুক্ত হয়ে যখন একটি বিশেষ অর্থ প্রকাশিত হয় তখন তাকে Phrase
Preposition বা শব্দ গুচ্ছমূলক পদান্বয়ী অব্যয় বলে। যেমনঃ
There is a pond in front of our school. (আমাদের স্কুলের সামনে একটি পুকুর আছে।)
She succeeded by dint of merit (সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল।)
Please give me a shirt instead of a pant (আমাকে একটি শার্টের পরিবর্তে
একটি প্যান্ট দাও।)
উপরের বাক্যগুলোতে পর পর কয়েকটি
Preposition একসাথে বসে Prepositional Phrase তৈরি হয়েছে।
Participle Preposition এর বর্ণনাঃ Present
Participle এবং Past Participle যদি Preposition এর মতো ব্যবহৃত হয় তাকে
Participle Preposition বা গুণযুক্ত পদান্বয়ী অব্যয় বলে। যেমনঃ
What do you know regarding this
proposal? (এই প্রস্তাব সম্বন্ধে তুমি কি জানো?)
Considering the quality, the price is
not high. (গুণের বিবেচনায় দাম অধিক নয়)
উপরের বাক্যগুলোতে ‘regarding এবং
considering’ শব্দগুলো সাধারণত Preposition “about” এর সাথে সম্পর্কিত কিন্তু এরা
Present Participle. তাই এদেরকে Participle Preposition বলে।
Disguised Preposition এর বর্ণনাঃ কখনও কখনও
on, at, of ইত্যাদি Preposition এর পরিবর্তে ‘a বা o’ ব্যবহৃত হয়। আর এরুপ ‘a বা
o’ কে Disguised Preposition বা সুপ্ত পদান্বয়ী অব্যয় বলে। যেমনঃ
The poor man went on begging এমন না বলে
যদি বলা হয় “The poor man went a begging” তাহলে তার অর্থ একই থাকবে। এখানে “a” হলো
Disguised Preposition।
আবার কোনো কোনো সময় বাক্যের মধ্যে
Preposition উহ্য বা অব্যবহৃত থাকে । আর এমন উহ্য Preposiotn কেও Disguised
Preposition বলে। যেমনঃ
He comes here once (in) a day.
Rice sells fifteen taka (for) a k.g.
নোটঃ কয়েকটি Word কখনো
Adverb কখনো Preposition রুপে ব্যবহৃত হয়। যখন Word টি কোনো Noun বা Pronoun কে নিয়ন্ত্রণ
করে তখন তা Preposition আর যদি না করে তখন তা Adverb হয়। যেমনঃ
Adverb হিসেবে |
Preposition হিসেবে |
Let us move on. |
The book is on the table. |
I could not come before |
I
came the day before yesterday |
Has he come in? |
Is he in the room? |
👉 গুরুত্ত্বপূর্ণ Preposition এর ব্যবহার।
👉 বিভিন্ন অর্থে Preposition এর ব্যবহার।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।