প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর
রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার “Present Tense বা বর্তমান কালের দ্বিতীয় প্রকার Present Continuous Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো।
আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Present Continuous Tense এর পরিচয়ঃ Verb
এর যে রুপ দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে বুঝায় তাকে Present Continuous Tense বলে।
বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছ,
তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছ, ছেন ইত্যাদি হয়।
গঠন প্রণালীঃ Subject + am / is / are + মূল
Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
I am eating rice.
They are playing football.
Maha is writing a letter.
নোটঃ Subject “I” এর পরে am বসে। Subject
“He, She, it” এবং Third Person ও Singular Number এর পরে is বসে। Subject “We,
you, they” এবং Plural Subject এর পরে are বসে।
উল্লেখ্য, বাক্যের Affirmative গঠন ছাড়াও
আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative।
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –
Negative এ গঠনঃ
গঠনপ্রণালীঃ Subject + am / is / are + not +
মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
I am not eating rice.
They are not playing football.
Maha is not writing a letter.
Interrogative এ গঠনঃ
গঠনপ্রনালীঃ Am/is/are + Subject + মূল
Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
Am I eating rice?
Are they playing football?
Is Maha writing a letter?
Negative-Interrogative এর গঠনঃ
গঠনপ্রনালীঃ Am/is/are + Subject + Not +
মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
Am I not eating rice?
Are they not playing football?
Is Maha not writing a letter?
Subject এবং Auxiliary Verb এর সংক্ষিপ্ত
রুপঃ
পূর্ণ রুপ |
সংক্ষিপ্ত রুপ |
I am |
I’m |
We are |
We’re |
You are |
You’re |
He is |
He’s |
She is |
She’s |
It is |
It’s |
That is |
That’s |
They are |
They’re |
Habib is |
Habib’s |
Are not |
Aren’t |
Is not |
Isn’t |
What is |
What’s |
Present Continuous Tense এর ব্যবহারঃ
⇘ কোনো কাজ বর্তমান সময় চলছে এরুপ বুঝাতে
Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
Habib is reading a book.
We are writing an essay.
⇘ নিকট ভবিষ্যতে কোন কাজ ঘটতে যাচ্ছে এরুপ বুঝাতে
Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
We are going to stage a drama.
I am going to open an account.
We are leaving Chandpur tomorrow.
⇘ কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরুপ
ক্ষেত্রে সময় অনুল্লেখিত থাকলে Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
They are talking preparation for the
coming examination.
Habib is still playing football.
⇘ পরিবর্তনশীল কোনো অবস্থা বুঝাতে Present
Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
The weather of Bangladesh is changing
day by day.
Her mentality is changing.
The population of Bangladesh is
increasing in an alarming way.
⇘ আমরা যখন কোনো একটি বিশেষ মুহুর্তের কথা চিন্তা
করছি, ঠিক তখনকার কোনো ঘটনা ব্যক্ত করতে Present Continuous Tense ব্যবহৃত হয়। যেমন
–
You seem sad when you are talking to
her.
You look attractive when you are
smiling.
⇘ পুনঃ পুনঃ ঘটছে এমন কোনো কাজ বুঝালে
Always, constantly, continuously, forever ইত্যাদ শব্দের সাথে Present Continuous
Tense ব্যবহৃত হয়। যেমন –
They are always saying so.
He is constantly doing this work.
It is continuously raining.
He is leaving his homeland forever.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।