Present Indefinite Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার “Present Tense বা বর্তমান কালের প্রথম প্রকার Present Indefinite Tense / Simple Present Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Present Indefinite Tense কাকে বলে? Present Indefinite  Tense এর গঠন উদাহরণসহ বর্ণনা


⇒ Present Indefinite Tense এর পরিচয়ঃ Verb এর যে রুপ বর্তমানে কোন কাজ সচরাচর ঘটা, অভ্যাস বা চিরসত্য বুঝায় তাকে Present Indefinite Tense / Simple Present Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে এ, অ, ই, য় ইত্যাদি। অথবা করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পড়ে, পড়েন, পড়িস, ঘুমাও, ঘুমান ইত্যাদি থাকে।

গঠন প্রণালীঃ Subject + মূল Verb এর Present Form (V1) + Object / Complement.

উদাহরণঃ

They play football.

He lives in Dhaka.

Maha goes to College every day.


⇒ নোটঃ

👉Subject যদি Third Person Singular Number হয় তাহলে Verb এর শেষে “s/es’ যোগ হয়।


👉Verb এর শেষ অক্ষর যদি Consonant হয় তাহলে উক্ত Verb এর শেষে ‘s’ যুক্ত হয়। আর যদি Verb এর শেষ অক্ষর Vowel বা “ss, sh, ch, x” ইত্যাদি থাকে তাহলে তাদের শেষে ‘es’ যুক্ত হয়।

 

উল্লেখ্য, বাক্যের Affirmative রুপ ছাড়াও আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative। নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –


⇒ Negative এ গঠনঃ

গঠনপ্রণালীঃ Subject + Do / Does + Not + মূল Verb + Object / Complement.

উদাহরণঃ

We do not play football.

He does not eat rice.

You do not go there.



⇒ Interrogative এ গঠনঃ

গঠনপ্রনালীঃ Do / Does + Subject + মূল Verb + Object / Complement +?.

উদাহরণঃ

Do you play football?

Does he eat rice?

Do they work hard?



⇒ Negative-Interrogative এর গঠনঃ

গঠনপ্রনালীঃ Do / Does + Subject + Not + মূল Verb + Object / Complement +?

উদাহরণঃ

Do I not eat rice?

Does he not read a book?

 

⇒ Present Indefinite Tense / Simple Present Tense এর ব্যবহারঃ


⇘ সাধারণত বর্তমানকালের কোনো ঘটনা বা তথ্য প্রকাশ করতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

I read a book.

I do the work.


 চিরন্তন সত্য বুঝাতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

The sun rises in the east.

The earth moves around the sun.


 অভ্যাসগত কাজ নির্দেশ করতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

He takes tea at night.

They take regular physical exercise.

I walk on the road every morning.


 প্রতিনিয়ত বা সবসময়েই ঘটে এরুপ বুঝাতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

He goes to Dhaka frequently.

She often visits the place.


 ভবিষ্যত ঘটনা ব্যক্ত করতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে ভবিষ্যত সময়ের উল্লেখ থাকতে হবে। যেমন –

He leaves for Chandpur tomorrow.

Our examinations begin on Saturday next.


 লেখকের কোনো উক্তি উদ্ধৃত করতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

Abraham Lincoln says, “Democracy is the government of the people, by the people, and for the people.

Ketas says, “A thing of beauty is a joy forever.”


 অতীত কালের কোনো ঐতিহাসিক ঘটনা প্রকাশ করতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

Bangladesh comes into being in 1971.

Akbar ascends the throne of Delhi at the age of thirteen.


 Sure এবং Certain এ দুটি Adjective এর সাথে infinitive ‘to’ যুক্ত হয়ে ভবিষ্যতের কোনো কাজ বা অবস্থা প্রকাশ করতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

He is sure to convince her to do the work.

They are certain to find out the missing file.

 

 Always, usually, occasionally, sometimes, often, every day, week, month, ইত্যাদি Adverb গুলো বেশিরভাগ ক্ষেত্রে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

They always speak the truth.

I usually go to the market.

I visit the place every month.


 Instructions, directions এবং demonstrations এর ক্ষেত্রে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। যেমন –

You wait here until we come back.

You clean the floor.

You obey her advice.


 Feel, seem, see, hear, smell, appear, surprise, look, want, wish, desire, love, like hate, hope, refuse, prefer, think, believe, suppose, agree, deny, disguise, consider, dislike, remember, forget, imagine, know, contain, understand, consist of, belong of ইত্যাদি verb গুলোতে Present Indefinite Tense / Simple Present Tense ব্যবহৃত হয়। এদের Continuous Form হয় না। যেমন –

I smell something bad from you.

You look horrible.

He desires to become great.

I see a bird.

The girl looks beautiful.

He seems to be clever.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment