Present Perfect Continuous Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার “Present Tense বা বর্তমান কালের চতুর্থ প্রকার Present Perfect Continuous Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।



Present Perfect Continuous Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

Present Perfect Continuous Tense এর পরিচয়ঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বুঝালে Present Perfect Continuous Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি হয় এবং সাধারণত বাক্যে কোনো নির্দিষ্ট সময় “হতে” অথবা ব্যাপক সময় “ধরে/যাবত” উল্লেখ থাকে।


নোটঃ

কোন নির্দিষ্ট সময় “হতে” বুঝালে উক্ত সময়ের পুর্বে ‘Since’ বসে।

কোন ব্যাপক সময় “ধরে/যাবত” বুঝালে উক্ত সময়ের পূর্বে ‘For’ বসে।


গঠনপ্রণালীঃ Subject + have been / has been + মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + object + since / for + extension.

উদাহরণঃ

It has been raining for two hours.

I have been doing the work for two hours.

The man has been living in London since 1995.

Maha has been making tea since 5 p.m.

 

নোটঃ Subject “He, she, it” ও  Third person singular number এর পরে ‘has been’ বসে। Subject “I, we, you, they” ও Plural number এর পরে ‘have been’ বসে।

 

 

উল্লেখ্য, বাক্যের Affirmative রুপ ছাড়াও আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative। নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –

 

Negative এ গঠনঃ

গঠনপ্রণালীঃ Subject + have / has + not + been +  মূল Verb এর Presnet Form (V1) এর সাথে ing + object + since / for + extension.

উদাহরণঃ

It has not been raining for two hours.

I have not been doing the work for two hours.

The man has not been living in London since 1995.

Maha has not been making tea since 5 p.m.


Interrogative এ গঠনঃ

গঠনপ্রনালীঃ Have / has + subject + been + মূল Verb এর Presnet Form (V1) এর সাথে ing + object + since / for + extension +?

উদাহরণঃ

Has it been raining for two hours?

Have I been doing the work for two hours?

Has the man been living in London since 1995?

Has Maha been making tea since 5 p.m.?

 

Negative-Interrogative এর গঠনঃ

গঠনপ্রনালীঃ

Have/has + subject + not + been + মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + object + since/for + extension +?

Has it not been raining for two hours?

Have I not been doing the work for two hours?

Has the man not been living in London since 1995?

Has Maha not been making tea since 5 p.m.?

 

Subject এবং Auxiliary Verb এর সংক্ষিপ্ত রুপঃ

পূর্ণ রুপ

সংক্ষিপ্ত রুপ

I have

I’ve

You have

You’ve

They have

They’ve

We have

We’ve

He has

He’s

She has

She’s

It has

It’s

Who has

Who’s

What has

What’s

 

 

Present Perfect Continuous Tense এর ব্যবহারঃ


👉 পূর্বে থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত কোনো কাজের পুনরাবৃত্তি ঘটলে Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –

They have been running the business for two years.

She has been collecting stamps since her childhood.


👉 কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমানের ঠিক কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে বুঝালে Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –

They have been playing football in the rain and so they are wet.


👉 Stand, learn, wait, study, sleep, rest, stay, live, work ইত্যাদি Verb গুলো Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –

They have been learning English for three months.

She has been sleeping since morning.


👉 Lately, recently, since, for, how long ইত্যাদি Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –

How long have you been staying here?

They have been taking care of the students very much recently.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment