Present Perfect Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার Present Tense বা বর্তমান কালের তৃতীয়“ প্রকার Present Perfect Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Present Perfect Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

Present Continuous Tense এর পরিচয়ঃ Verb এর যে রুপের সাহায্যে কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে বুঝালে তাকে Present Perfect Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ইয়েছি, ইয়েছে, ইয়েছ, ইয়েছেন, অথবা করি নাই, করে নাই, কর নাই, করেন নাই, যাই নাই, ঘটে নাই ইত্যাদি হয়।

গঠন প্রণালীঃ Subject + have / has + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement.

উদাহরণঃ

I have eaten rice.

He has gone to school.

You have done the work.


নোটঃ Subject “He, she, it” ও  Third Person Singular Number এর পরে ‘has’ বসে। Subject “I, we, you, they” ও Plural number এর পরে ‘Have’ বসে।

 

 

উল্লেখ্য, বাক্যের Affirmative গঠন ছাড়াও আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative। নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –

 

Negative এ গঠনঃ

গঠনপ্রণালীঃ Subject + have/has + Not + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement.

উদাহরণঃ

I have not eaten rice.

He has not gone to school.

You have not done the work.


Interrogative এ গঠনঃ

গঠনপ্রনালীঃ Have/has + Subject + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement.

উদাহরণঃ

Have I eaten rice?

Has he gone to school?

Have you done the work?

 

Negative-Interrogative এর গঠনঃ

গঠনপ্রনালীঃ


Have/has + Subject + Not + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement.

Have I not eaten rice?

Has he not gone to school?

Have you not done the work?


Have/has + Not + Subject + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement.

Have not / haven’t I eaten rice?

Has not / hasn’t he gone to school?

Have not / haven’t you done the work?

 

Subject এবং Auxiliary Verb এর সংক্ষিপ্ত রুপঃ

পূর্ণ রুপ

সংক্ষিপ্ত রুপ

I have

I’ve

You have

You’ve

They have

They’ve

We have

We’ve

He has

He’s

She has

She’s

It has

It’s

Who has

Who’s

What has

What’s

 

 

Present Perfect Tense এর ব্যবহারঃ


 অতীত ঘটনার ফল এখনও বর্তমান রয়েছে বুঝাতে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমন –

A.K. Fazlul Haque has done a lot for our poor people.


 অতীতে অনেক সময় ধরে কোনো কাজ হয়েছে এবং এখনও সময়ের সমাপ্তি হয়নি এরুপ অর্থে বুঝাতে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমন –

They have lived in London for ten years.


 কোনো বাক্যে just, just now, already, yet, never, ever, lately, recently ইত্যাদি Adverb এবং so far, up to now, up to present ইত্যাদি Adverbial phrase থাকলে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমন –

He has just come in.

So far he has done well.

I have already finished the work.


 After, when, before পূর্বে থাকলে Future Perfect Tense প্রকাশ করতে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমন –

Go to bed when/after you have done your homework.


 সময় উল্লেখ নেই বা সময় নির্দিষ্ট নয় এমন কোনো অতীত ঘটনাকে বর্ণনা করতে Present Perfect Tense ব্যবহৃত হয়। কিন্তু অতীত সময় উল্লেখ থাকলে Past Indefinite Tense হয়। যেমন –

My father has come home (PPT)

My father came home yesterday (PIT)


 বলার সময় কোনো কাজ সংঘটিত হয়েছে বুঝালে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমন –

I have not seen you for years. (But I see you now)


 কোনো নির্দিষ্ট সময় বুঝাতে “Since” এবং সময়ের ব্যপকতা বুঝাতে “For” ব্যবহৃত হয়। যেমন –

I have lived here since November 1990.

We have lived in Dhaka for five years.


নোটঃ  নির্দিষ্ট সময় বুঝাতে “last” এবং সময়ের ব্যপকতা বুঝাতে “the last” ব্যবহৃত হয়। যেমন –

I have stayed here since last week.

I have stayed here for the last week.

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment