Pronominal Adjective কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Adjective’ এর অন্যতম প্রকার “Pronominal Adjective বা সর্বনামবাচক বিশেষণ” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Pronominal Adjective কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।


স্মরণ রাখবে যে, Pronominal Adjective জানার আগে “Adjective” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে তাহলে Pronominal Adjective বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন। 

 

👉 Pronominal Adjective বা সর্বনামবাচক বিশেষণ এর বর্ণনাঃ

 

সংজ্ঞাঃ যদি Pronoun কোনো Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তাকে Pronominal Adjective বা সর্বনামবাচক বিশেষণ বলে। যেমনঃ

This is our School

Which watch do you like?

This girl is brilliant.

উপরের বাক্যগুলোতে, our, which, this শব্দগুলো যথাক্রমে “School, Watch, Girl” এদের পূর্বে বসে Adjective এর কাজ করে বলে এরা Pronominal Adjective।

 

👉 Pronominal Adjective বা সর্বনামবাচক বিশেষণ চার প্রকারঃ যথা –

  1. Demonstrative Adjective
  2. Interrogative Adjective
  3. Distributive Adjective
  4. Possessive Adjective


নিম্নে Pronominal Adjective এর প্রকারগুলোর বিস্তারিত আলোচনা করা হলো -


⇘ Demonstrative Adjective এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ Demonstrative Pronoun যখন কোনো Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তাকে Demonstrative Adjective বলে। যেমনঃ

গঠনপ্রণালীঃ Demonstrative Pronoun + Noun

I know this man

These students are brilliant.

উদাহরণ বিশ্লেষণঃ

Demonstrative Pronoun

Demonstrative

Adjective

Example

Sentence

This

This + Noun

This man

I know this man.

These

These + Noun

These Students

These students are brilliant

 

⇘ Interrogative Adjective এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ Interrogative Pronoun যখন কোনো Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তাকে Interrogative Adjective বলে।

গঠনপ্রণালীঃ Interrogative Pronoun + Noun

উদাহরণঃ

Which car will you buy?

What do you want?

 

⇘ Distributive Adjective এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ Distributive Pronoun যখন কোনো Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তাকে Distributive Adjective বলে।

গঠনপ্রণালীঃ Distributive Pronoun + Noun

উদাহরণঃ 

Every Student was guilty.


⇘ Possessive Adjective এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ Possessive Pronoun যখন কোনো Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তাকে Possessive Adjective বলে। যেমনঃ

My Brother is a good boy.

Your name is very fine.

নিম্নে Possessive Pronoun এবং Possessive Adjective এর পার্থক্য ছকের সাহায্যে দেখানো হলোঃ

Possessive Pronoun

Possessive Adjective

This book is mine.

This is my book.

This residence is ours.

This is our residence

Which book is yours?

Which is your book?

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment