Reflexive Pronoun কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Distributive Pronoun বা পৃথকীকরণ সর্বনাম’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর সপ্তম প্রকার “Reflexive Pronoun বা আত্মঘটিত সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Reflexive Pronoun, Kinds of Reflexive Pronoun, Types of Reflexive Pronoun, Definition of Reflexive Pronoun, Reflexive Pronoun, Reflexive Pronoun কাকে বলে, Reflexive Pronoun কত প্রকার, Reflexive Pronoun কত প্রকার ও কী কী, Pronoun, What is Reflexive Pronoun, What is Pronoun



স্মরণ রাখবে যে, Reflexive Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। তাহলে Reflexive Pronoun বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।  

 


Reflexive Pronoun এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ Personal Pronoun এর সঙ্গে Self (Singular Number) অথবা Selves (Plural Number) যুক্ত হয়ে কোনো Pronoun যখন Object এর স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বা আত্মঘটিত সর্বনাম বলে। যেমনঃ


She killed herself.


উদাহরণ বিশ্লেষণঃ উপরের উদাহরণে যদি প্রশ্ন করা হয় ‘কে হত্যা করেছিল’ তার উত্তর হবে ‘She’। এখন যদি আবার প্রশ্ন করা হয় ‘কাকে হত্যা করা হয়েছিল’ তার উত্তর হবে ‘Herself’। এখানে কর্তা যে কাজ করেছে তা তার নিজের উপর করেছে অর্থাৎ এই বাক্যে Subject ও Object একই ব্যক্তি। এখনা বলা যায় Object (কর্ম) ‘Herself’ পিছনে ফিরে Subject (কর্তা) ‘She’ কে নির্দেশ করে, সুতরাং এখানে “herself” Reflexive Pronoun।


নোটঃ

Personal Pronoun টি Singular হলে তার সাথে ‘Self’ এবং Plural হলে তার সাথে ‘Selves’ যুক্ত করে Reflexive Pronoun গঠন করতে হয়।

Personal Pronoun এর First ও Second Person –এ Possessive Case এর সাথে ‘Self’ এবং Third Person – এ Objective Case এর সাথে ‘Selves’ যুক্ত করে Reflexive Pronoun গঠন করতে হয়। যেমনঃ


Person

Singular

Plural

First

Myself

Ourselves

Second

Yourself, thyself

Yourselves

Third

Himself, Herself, Itself

Themselves

 

 


Reflexive Pronoun এর ব্যবহারঃ


👉 Subject এবং Object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে তখন Reflexive Pronoun ব্যবহৃত হয়। যেমনঃ

He praised himself.


👉 কোন বাক্যে Subject যদি একাই কাজ করছে এরুপ বুঝালে Reflexive Pronoun এর পর By ব্যবহার করে বাক্য গঠন করতে হয়। যেমনঃ

Shanzida was reading by herself.

I like to do it by myself.


👉 Pride, avail, absent, and exert ইত্যাদি Verb গুলো Reflexive Pronoun কে Object হিসেবে গ্রহণ করে। যেমনঃ

Maha prides herself on her success.

I shall exert myself in time.


👉 বাক্যে Verb এর পরে যদি কোনো Preposition থাকে তবে Reflexive Pronoun ‘Preposition’ এর পরে বসে। যেমনঃ

You should take care of yourself.

She looked at herself in the mirror.


👉 Indefinite Pronoun এ One এর সাথে self যোগ করে Reflexive Pronoun গঠন করা যায়। যেমনঃ One should not think oneself great.

 

সাবধানতা,

👉 Reflexive Pronoun কখনও কোন Verb এর Subject রুপে ব্যবহৃত হয় না। যেমনঃ

Incorrect: You and Myself went there.

Correct: You and I went there.

Incorrect: Myself played football yesterday.

Correct: I played football yesterday.

 

👉 Feel এবং Keep এদের পরে Reflexive Pronoun বসে না। যেমনঃ

Incorrect: I feel myself happy.

Correct: I feel happy.

Incorrect: He keeps himself away from bad companies.

Correct: He keeps away from bad companies.


 

Emphatic Pronoun এর বর্ণনাঃ


I myself saw him doing it.

He himself caught the thief.

He himself did it.

উপরের বাক্যগুলোতে, myself, himself এই দু’টি ‘Pronoun’ Noun বা Pronoun এর পরে বসে তাদেরকে নির্দেশ করছে এবং তার উপর জোর (emphasis) প্রদান করে তাকে Emphatic Pronoun বলে।


 

Emphatic Pronoun এর ব্যবহারঃ


⇘ Subject অন্য কারো সাহায্য ব্যতীত নিজেই কোনো কাজ করছে এরুপ ক্ষেত্রে জোর প্রদানের জন্য Emphatic Pronoun ব্যবহৃত হয়। যেমনঃ

He himself said this.

They themselves admitted their guilt.


 Emphatic Pronoun যে Noun এর উপর জোর দিতে হবে তার ঠিক পরে ব্যবহৃত হয়। যেমনঃ I saw the minister himself.


 Reflexive Pronoun এবং Emphatic Pronoun এর গঠন একই শুধু এদের অবস্থান ভিন্ন। Reflexive Pronoun বাক্যে Object হিসেবে ব্যবহৃত হয় এবং Emphatic Pronoun বাক্যে Noun / Pronoun এর উপর জোর আরোপ করার জন্য ব্যবহার হয়। যেমনঃ

He hurt himself (Reflexive Pronoun)

He himself did it (Emphatic Pronoun)


 কখনও কখনও Preposition দ্বারা Emphatic Pronoun কে তার পূর্ববর্তী Noun / Pronoun দ্বারা পৃথক করা হয়। এরুপ বাক্যে প্রথমে Prepositon তারপর Emphatic Pronoun ব্যবহার করে বাক্য গঠন করতে হয়। যেমনঃ

I went to see it for myself.

She wanted a pen for herself.


 Emphatic Pronoun কখনও কোনো Verb এর Subject রুপে ব্যবহৃত হয় না। যেমনঃ

Incorrect: His brother and myself will go there.

Correct: His brother and I will go there.

Incorrect: Myself will do it.

Correct: I myself do it.


 কখনও কখনও Possessive Case এর পর ourself / ourselves অধিক জোর প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে ‘Own’ কে Emphatic Adjective বলে।

The cottage is for my ownself.

People should not always think of their ownselves.


নোটঃ

  • Ownself / Ownselves সকল Gender এ ব্যবহার করা যায়।
  • Singular এ Ownself এবং Plural এ Ownselves ব্যবহৃত হয়।

 

Reflexive Pronoun এবং Emphatic Pronoun এর পার্থক্যঃ

আমরা ইতিপূর্বে Reflexive Pronoun এবং Emphatic Pronoun সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়েছি। এখন একটি বাক্যের মধ্যে Reflexive Pronoun এবং Emphatic Pronoun কিভাবে আচরণ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

She lost herself.

I myself shot the bird.

 

🔖 প্রথম বাক্যে, ‘She lost herself’ থেকে Reflexive Pronoun ‘herself’ উঠিয়ে নিলে বাক্যটির তার অস্তিত্ব হারায়। তখন ব্যাক্যটি হবে ‘She lost’ যা একটি পূর্ণাঙ্গ বাক্য নয়।


🔖 দ্বিতীয় বাক্যে, ‘I myself shot the bird’ থেকে Emphatic Pronoun ‘myself’ উঠিয়ে নিলেও বাক্যটি তার অস্তিত্ব হারায় না। তখন ব্যাক্যটি হবে ‘I shot the bird যা একটি পূর্ণাঙ্গ বাক্য।

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment