Relative Pronoun কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর চতুর্থ প্রকার “Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।



Relative Pronoun কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

  

স্মরণ রাখবে যে, Relative Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। তাহলে Relative Pronoun বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।

 

 

Relative Pronoun এর বর্ণনাঃ

 

সংজ্ঞাঃ যে Pronoun পূর্ববর্তী কোনো Noun বা Pronoun এর পরিবর্তে এর ঠিক পরে বসে ও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নির্দেশ করে এবং দু’টি বাক্যকে যুক্ত করে সে Pronoun কে Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম বলে। যেমনঃ

The boy who came here is my brother.

This is the man whom I saw yesterday.

 

নোটঃ

Relative শব্দটি যৌগিক; একটি হলো Re অপরটি হলো lative। এখানে Re শব্দের অর্থ ‘পিছনে’ এবং lative শব্দের অর্থ ‘সম্পর্ক’। অর্থাৎ Relative Pronoun এর শাব্দিক অর্থ হচ্ছে পূর্বোল্লিখিত কোনো শব্দের সাথে Pronoun এর সম্পর্ক।

 

⇘ Relative Pronoun পূর্বোল্লিখিত যে Noun বা Pronoun কে নির্দেশ করে তাকে “Antecedent” বলে। আর “Antecedent” এর অর্থ হচ্ছে ‘পূর্বে গমণ করেছে এমন’।

 

তাহলে উপরের আলোচনায় প্রতিয়মান হয় যে Relative Pronoun নিম্নের কাজগুলো সম্পাদন করে থাকে।

  • পূর্ববর্তী কোনো Noun কে নির্দেশ করে এবং তার সাথে সম্পর্ক স্থাপন করে।
  • Conjunction এর ন্যায় দু’টি বাক্যকে সংযুক্ত করে।

 

উপরের বাক্যগুলোতে Who, Whom শব্দগুলো হলো Relative Pronoun এছাড়াও which, that, whose, what, but, as হলো Relative Pronoun।

 

Relative Pronoun এর ব্যবহার –


Who এর ব্যবহারঃ Who শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমনঃ

I know the man who came here yesterday.

 

Whom এর ব্যবহারঃ ‘Whom’ Personal Pronoun এর Objective form (me, us, you, them, him her) এর পরিবর্তে বসে। যেমনঃ

The man whom I saw yesterday is an actor.

 

 

Which এর ব্যবহারঃ ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে Which ব্যবহৃত হয়। যেমনঃ

ইতর প্রাণী ক্ষেত্রেঃ They have a cow which gives a calf every year.

অচেতন বস্তুর ক্ষেত্রেঃ This is the book which you lost.

শিশুর ক্ষেত্রেঃ The child which is crying is sick.

 

নোটঃ Possessive Case এ ‘which’ এর পূর্বে ‘of’ যোগ করে ‘of which’ ব্যবহৃত হয়। যেমনঃ This is the pen of which I told you.

 

What এর ব্যবহারঃ What শুধুমাত্র বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। That এবং Which এর সংযোগে What গঠিত হয়। (অর্থাৎ, what = that = which.) What দ্বারা মূলত the thing/ things which বুঝায়। what এর কোন Antecedent নাই। যেমনঃ

I say what I mean.

I bought what he made.

 

That এর ব্যবহারঃ ‘That’ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে Singular এবং Plural Number এর উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। ‘That’ মাঝে মাঝে who, whom, which এর পরিবর্তে ব্যবহৃত হয়। That এর কোনো Possessive from নেই। যেমনঃ

This is the woman that (who) lost her bag.

 

That এর আরও কিছু ব্যাবহারঃ

⇘ Adjective এর Superlative Degree এর ব্যক্তি বা বস্তুর পরিবর্তে That ব্যবহৃত হয়। যেমনঃ

Shanzida is the best girl that I have ever seen.

 

⇘ Any, some, all, the same, only, none, nothing ইত্যাদির পরে That ব্যবহৃত হয়। যেমনঃ

I have nothing that I can offer you.

He has none that can help him.

You can give me any book that you like.

 

⇘ একটি ব্যক্তিবাচক এবং আপরটি বস্তুবাচক এরুপে দুটি Antecedent এর পর That বসে। যেমনঃ

The men and machinery that were supplied by a foreign firm were good.

 

⇘ Who, which এবং what – Interrogative Pronoun হিসেবে ব্যবহৃত হলে সেক্ষত্রে এদের পরে Relative Pronoun হিসেবে That ব্যবহৃত হয়। যেমনঃ

Who is the boy that came here yesterday?

Which is the book that has been got back?

 

⇘ Ordinal Numeral Adjective এর পর That ব্যবহৃত হয়। যেমনঃ

Neil Armstrong is the first man that landed on the moon.

 

But এর ব্যবহারঃ But সাধারণত Conjunction হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এটি মাঝে মাঝে Relative Pronoun হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমনঃ

There is no mother but loves her child.


As এর ব্যবহারঃ Relative Pronoun এ ‘as’ আমরা নিম্নরুপে ব্যবহার করতে পারি। যেমনঃ

গঠনপ্রণালীঃ such + noun + as => We needs such people as will vote for us.

গঠনপ্রণালীঃ the same + noun + as => This book is the same as that.

গঠনপ্রণালীঃ as + adjective + as => He is as tall as I. (হ্যাঁ-বোধক অর্থে)

গঠনপ্রণালীঃ so + adjective + as => She is not so beautiful as her sister. (না-বোধক অর্থে)

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment