প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আজকের ব্লগে ইংরেজি ব্যাকরণের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় “Sentence বা বাক্য” নিয়ে বিস্তারিত আলোচনা করবো। গত পর্বে “Number কাকে বলে? Number কত প্রকার এবং উদাহরণসহ বিস্তারিত আলোচনা করেছি”। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক।
Sentence
বা বাক্যঃ কতগুলো Word বা শব্দ একত্রিত হয়ে যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে
Sentence বলে। যেমনঃ
আমি ভাত খাই – I eat rice
আমি কাজ করি – I do the work
শানজিদা বই পড়তেছে – Shanzida is reading
a book
উপরের প্রতিটি বাক্যই পরিপূর্ণ অর্থ প্রকাশ
করতে পেরেছে। তাহলে প্রত্যেকটি উদাহরণই একেকটা বাক্য। তাহলে আমরা বলতে পারি যে , একটা
বাক্য গঠন করতে হলে, তার মধ্যে অবশ্যই অর্থের পরিপূর্ণতা থাকতে হবে। যদি বলা হয়,
আমি ভাত
আমি কাজ
এই উদাহরণগুলো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে
না, তাই এরা বাক্য না। তাই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বাক্যকে সহজে চিহ্নিত
করতে পারি –
১। Completeness of Sense (অর্থের পরিপূর্ণতা)
২। Proper Order (যথাযথ শৃঙ্খলা)
৩। Combination of Words (শব্দসমষ্টি)
Sentence
এর প্রকারভেদঃ অর্থানুসারে Sentence বা বাক্য পাঁচ প্রকার। যথাঃ
১। Assertive / Statement Sentence
২। Interrogative / Questions Sentence
৩। Imperative Sentence
৪। Optative Sentence
৫। Exclamatory Sentence
নিম্নে এই পাঁচ প্রকার Sentence এর সম্পর্কে
বিস্তারিত আলোচনা দেয়া হলোঃ
Assertive / Statement Sentence:
সংজ্ঞাঃ যে বাক্য দ্বারা
কোনো বিবৃতি প্রদান করা হয়, তাকে Assertive Sentence বলে।
গঠনপ্রণালীঃ Subject + Verb
+ Object / Complement + Preposition + etc.
উদাহরণঃ
We learn English at home
I am not a doctor
উপরের উদাহরণগুলো বিবৃতিমূলক বাক্য, কিন্তু
অর্থের দিকে ভিন্নতা রয়েছে। প্রথম উদাহরণটি কোনো কিছু স্বীকৃতি দিয়ে হ্যাঁ-বোধক বিবৃতি
প্রদান করেছে এবং দ্বিতীয় উদাহরণটি কোনো কিছু স্বীকৃতি দিয়ে না-বোধক বিবৃতি প্রদান
করেছে। এই “হ্যাঁ এবং না” বোধক এর উপর ভিত্তি করে Assertive Sentence কে দুই ভাগে ভাগ
করা হয়েছে। যথাঃ
১। Affirmative Sentence (হ্যাঁ-বোধক বাক্য)
২। Negative Sentence (না-বোধক বাক্য)
Affirmative
Sentence: যে Sentence দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ-বোধক উক্তি প্রদান
করে, তাকে Affirmative Sentence বলে।
Rony plays in the field.
The birds are flying.
Affirmative
Sentence এর গঠনঃ কিভাবে Affirmative Sentence সহজে গঠন করা যায়, তা নিয়ে নিন্মে
বিস্তারিত আলোচনা দেয়া হলো।
নিয়ম
০১:
Principal / Main Verb এর মাধ্যমে Affirmative Sentence গঠন করা যায়ঃ
গঠনপ্রণালীঃ Subject +
Principal / Main Verb + Object / Extension
উদাহরণঃ I write a
letter
নিয়ম
০২:
“to-be এবং to-have” verb এর মাধ্যমে Affirmative Sentence গঠন করা যায়ঃ
গঠনপ্রণালীঃ Subject +
to-be/to-have + Object / Extension
উদাহরণঃ
Habib is a
Programmer.
I have a
watch.
নোটঃ “to-be এবং to-have” verb কে ইংরেজি ব্যাকরণে Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) বলে। To-be বলতে সাধারণত (am, is, are, was, were) কে বুঝায়
এবং To-have বলতে সাধারণত (have, has, had) কে বুঝায়।
Negative
Sentence: যে Sentence দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা না-বোধক উক্তি প্রদান
করে, তাকে Negative Sentence বলে।
Rony doesn’t play in the field.
He didn’t go to Dhaka last month.
Negative
Sentence এর গঠনঃ কীভাবে Negative Sentence সহজে গঠন করা যায়, তা নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা দেয়া হলো।
নিয়ম
০১:
Auxiliary Verb ছাড়া Negative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ Subject + do /
does / did + not + Verb এর Present Form + Object / Extension
উদাহরণঃ
I do not write a letter
She does not write a letter.
We did not like it.
নোটঃ মনে রাখবে যে!
👉 do / does সাধারণত Present Tense এর সাথে
বসে এবং did সাধারণত Past Tense এর সাথে বসে।
👉 “Do” সাধারণত First Person Singular /
Plural Number (I, we) এবং Second Person Singular / Plural Number (you, your) এবং
Third Person Plural Number (They, Them) এর সাথে বসে।
👉 “Does” সাধারণত Third Person Singular
Number (He, She, It) এর সাথে বসে।
👉 Tense এ Simple past এর ক্ষেত্রে বাক্য গঠনের
সময় verb এর Past Form (v2) বসাতে হয়। কিন্তু Simple past কে Negative এ রূপান্তর করার
সময় verb এর Present Form (v1) বসাতে হয়।
নিয়ম
০২:
Auxiliary Verb দিয়ে Negative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ Subject +
Auxiliary Verb + not + Verb এর Present Form + Object / Extension
উদাহরণঃ
I am not doing the work
নিয়ম
০৩:
“to-be এবং to-have” verb এর মাধ্যমে Negative Sentence গঠন করা যায়ঃ
গঠনপ্রণালীঃ Subject +
to-be/to-have + not + Object / Extension
উদাহরণঃ
They are not well
I have no money
নোটঃ To-be এবং To-have নিয়ে সংক্ষিপ্তাকারে উপরে
আলোচনা করা হয়েছে।
Interrogative / Questions Sentence:
সংজ্ঞাঃ যে বাক্য দ্বারা
কোনো প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলে।
উদাহরণঃ
What can I do for you?
Do you know me?
Interrogative
Sentence এর গঠনঃ কীভাবে Interrogative Sentence সহজে গঠন করা যায়, তা নিয়ে
নিম্নে বিস্তারিত আলোচনা দেয়া হলো।
নিয়ম
০১:
“To-be Verb” দিয়ে Interrogative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ To-be Verb
(am, is, are) + subject + extension +?
উদাহরণঃ Are you well
now?
নিয়ম
০২:
“To-have Verb” দিয়ে Interrogative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ To-have Verb
(have, has, had) + subject + extension +?
উদাহরণঃ Have you a
car?
নিয়ম
০৩:
“Do/ Does/ Did” দিয়ে Interrogative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ Do/Does/Did +
subject + have + extension +?
উদাহরণঃ Do you have a
car?
নিয়ম
০৪:
“Auxiliary Verb” ছাড়া Interrogative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ Do/Does/Did +
Subject + Principal Verb (Present Form) + Extension +?
উদাহরণঃ Does mother
read the Quran everyday?
নিয়ম
০৫:
Auxiliary Verb এবং Principal Verb দিয়ে Interrogative Sentence গঠন করা যায়।
গঠনপ্রণালীঃ Auxiliary Verb
+ Subject + Principal Verb + Extension +?
উদাহরণঃ
Are you preparing your projects?
Was the boy flying a kite?
নোটঃ
Interrogative Sentence যদি Auxiliary
Verb দিয়ে শুরু হয় এবং কিছু জানতে চাওয়া হয়। তাহলে তার উত্তর সংক্ষেপে yes বা no এর
দ্বারা দেওয়া যায়। যেমনঃ
Q. Are you going to market?
A. Yes বা No
কিন্তু Interrogative Sentence যদি who, what, which, why, where, when, whom এবং how ইত্যাদি দিয়ে শুরু হয় এবং কিছু জানতে চাওয়া হয়। তাহলে তার উত্তর yes বা no তে না দিয়ে পূর্ণ Sentence এ দিতে হয়।
Q. Where do you live?
A. I live in Chandpur.
আবার, Interrogative Sentence যদি
Negative হয়, তখন তাকে Negative Interrogative বলে।
Don’t you teach him English?
Imperative Sentence:
সংজ্ঞাঃ যে বাক্য দ্বারা
কোনো আদেশ (order), উপদেশ (advice), অনুরোধ (request), নিষেধ (forbidden), প্রস্তাব
(proposal) ইত্যাদি প্রকাশ পায় তাকে Imperative Sentence বলে।
উদাহরণঃ
Do the sum.
Don’t open the door.
Imperative
Sentence এর গঠনঃ কিভাবে Imperative Sentence সহজে গঠন করা যায়, তা নিয়ে নিন্মে
বিস্তারিত আলোচনা দেয়া হলো।
নিয়ম
০১:
সাধারণত Imperative Sentence এ “subject” উহ্য থাকে, তখন তার Structure বা গঠনপ্রণালী হবে।
গঠনপ্রণালীঃ Principal Verb
+ Extension
উদাহরণঃ Stand up Or Come here.
নিয়ম
০২:
যদি Imperative Sentence দ্বারা নিষেধ বুঝায়, তখন তার Structure বা গঠনপ্রণালী হবে।
গঠনপ্রণালীঃ Don’t / Do not
+ Principal Verb + Extension
উদাহরণঃ Don’t tell a
lie.
নিয়ম
০৩:
যদি Imperative Sentence দ্বারা অনুরোধ বুঝায়, তখন তার Structure বা গঠনপ্রণালী হবে।
গঠনপ্রণালীঃ Please / Kindly
+ Principal Verb + Extension
উদাহরণঃ Please help
me.
নিয়ম
০৪:
যদি Imperative Sentence ‘let’ দিয়ে শুরু হয়, তখন ‘let’ এর পরের Subject এর
Objective Form বসিয়ে বাক্য গঠন করতে হয়।
গঠনপ্রণালীঃ Let + Subject এর
Objective Form + Principal Verb + Extension
উদাহরণঃ Let me go
Optative Sentence:
সংজ্ঞাঃ যে বাক্য দ্বারা
মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
উদাহরণঃ May you live
long.
নোটঃ মনে রাখবে যে,
Optative sentence সাধারণত ‘May’ দ্বারা শুরু
হয় এবং ‘May’ এর পরে একটি Statement বসে। Optative Sentence এর গঠন আপনারা আরও সহজভাবে
আয়ত্ত্ব করার জন্য নিন্মের নিয়মটি অনুসরণ করতে পারেন, তা হলোঃ
Optative
Sentence গঠণঃ
- প্রথমে, “May” বসাতে হয়।
- দ্বিতীয়, যার জন্য প্রার্থনা করা হয় তার Noun বা Pronoun বসাতে হয়।
- তৃতীয়, যে কাজটি ঘটার জন্য প্রার্থনা করা হয়েছে তা বসাতে হয়।
- চতুর্থ, প্রয়োজনীয় অন্যন্য শব্দ, যদি থাকে তা বসবে।
তাহলে,
প্রথম ধাপ => May + দ্বিতীয় ধাপ => you + তৃতীয় ধাপ => prosper + চতুর্থ ধাপ => in life
তাহলে পূর্ণ বাক্যটি হলোঃ May you
prosper in life.
Exclamatory Sentence:
সংজ্ঞাঃ যে বাক্য দ্বারা
কোন আকস্মিক আবেগ-দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory
Sentence বলে।
উদাহরণঃ What a
beautiful garden it is!
Exclamatory Sentence এর গঠনঃ কিভাবে Exclamatory
Sentence সহজে গঠন করা যায়, তা নিয়ে নিন্মে বিস্তারিত আলোচনা দেয়া হলো।
গঠনপ্রণালীঃ How +
adjective + Noun / Pronoun + be +!
উদাহরণঃ How happy you
are!
গঠনপ্রণালীঃ How +
adjective + a / an + Noun / Pronoun + Noun / Pronoun + be +!
উদাহরণঃ How
meritorious a student Sumaiya is!
গঠনপ্রণালীঃ What + a / an
+ adjective + Noun + Noun / Pronoun + be
+!
উদাহরণঃ What a fine
picture it is!
কখনো কখনো কথোপকথনে Exclamatory Sentence
ব্যবহার করে থাকি, যা সাধারণত Verb ছাড়াই গঠিত হয় এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ
করে থাকে। তাহলে তার গঠন হবে।
গঠনপ্রণালীঃ What + a / an
+ noun +!
উদাহরণঃ What a fool! বা
What a chance!
অথবা,
গঠনপ্রণালীঃ What + a / an
+ adjective + noun +!
উদাহরণঃ What a bad
time!
যদি How দ্বারা কোন Sentence, Verb ছাড়াই
গঠিত হয় এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে। তাহলে তার গঠন হবে।
গঠনপ্রণালীঃ How +
adjective +!
উদাহরণঃ How strange!
যদি কোন Exclamatory Sentence, Alas! (হায়!),
Hurrah! (সাবাশ!), Hush! (চুপ!), Fie! (ছি!), Hallo! (এই যে!) এই সকল শব্দ দিয়ে বাক্য গঠন করতে হলে।
গঠনপ্রণালীঃ
Alas/Hurrah/Hush/Fie/Hallo + ! (Note of Exclamation) + Subject + Verb +
Extension.
উদাহরণঃ
Alas! I am undone.
Hurrah! We have won the match.
“যদি” অর্থে কোন Exclamatory Sentence গঠন
করতে হলেঃ
গঠনপ্রণালীঃ if/had +
subject + verb + extension +!
উদাহরণঃ
If I were a king! (আমি যদি রাজা হতাম!)
Had I the wings of a dove! (আমার যদি ঘুঘু
পাখির মতো ডানা থাকতো!)
কাল্পনিক কামনা বা হওয়া বুঝাতে
Exclamatory Sentence গঠন করতে হলেঃ
গঠনপ্রণালীঃ
Were + Noun / Pronoun + Noun / Pronoun
+!
অথবা
Were + Noun / Pronoun + a / an +
adjective + Noun / Pronoun +!
উদাহরণঃ
Were I a child! (আমি যদি শিশু হতাম!)
Were I a rich man! (আমি যদি ধনী হতাম!)
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।