Simple Adverb কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Adverb’ এর অন্যতম প্রকার “Simple Adverb বা সাধারণ ক্রিয়া বিশেষণ” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


 

Simple Adverb কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

স্মরণ রাখবে যে, Simple Adverb জানার আগে “Adverb” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে তাহলে Simple Adverb বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন। 

 

Simple Adverb বা সাধারণ ক্রিয়া বিশেষণঃ যে Adverb সাধারণত কোনো Word বা Sentence কে Modify করে তাকে Simple Adverb বা সাধারণ ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

The girls sing sweetly.

He is a very good boy.

Unfortunately, he failed.


উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যগুলোতে ‘Sweetly, very, unfortunately” শব্দগুলো যথাক্রমে ‘Sing, good, he failed’ শব্দগুলোকে Modify করছে। তাই ‘sweetly, very, unfortunately’ শব্দগুলো Simple Adverb বা সাধারণ ক্রিয়া বিশেষণ।


 

অর্থের ভিন্নতা অনুসারে Simple Adverb বা সাধারণ ক্রিয়া বিশেষণ কে আট ভাগে ভাগ করা যায়। যথা –


  1. Adverbs of time (সময়বাচক ক্রিয়া বিশেষণ)
  2. Adverbs of place (স্থানবাচক ক্রিয়া বিশেষণ)
  3. Adverbs of manner or quality (গুণবাচক ক্রিয়া বিশেষণ)
  4. Adverbs of number or frequency (সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণ)
  5. Adverbs of quantity or degree (তুলনামূলক ক্রিয়া বিশেষণ)
  6. Adverbs of Affirmation or negation / assertion (দৃঢ়তাবোধক ক্রিয়া বিশেষণ)
  7. Adverbs of cause and effect (কারণ ও ফলাফল সংক্রান্ত ক্রিয়া বিশেষণ)
  8. Adverbs of Order (আদেশসূচক ক্রিয়া বিশেষণ)

 

নিম্নে Simple Adverb এর প্রকারগুলোর বিস্তারিত আলোচনা দেওয়া হলো –

 

Adverbs of time এর বর্ণনাঃ যে Adverb কোন Verb এর কার্য সম্পাদন হওয়ার সময়কে নির্দেশ করে তাকে Adverbs of time বা সময়বাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

Shanzida came back soon.

We shall go tomorrow.

We rise early in the morning.

Maha is always busy.

Habib will go now.                     

He will go then.


নিম্নে Adverbs of time হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Soon, tomorrow, early, always, now, after, today, yesterday, daily, then, ago, often, never, sometimes, already, before, when, while, early, last, immediately, formerly, since, late, ever, etc.

 

নোটঃ ‘When বা কখন?’ প্রশ্নের জবাবে যে word পাওয়া যায় তাকে Adverbs of time বলে।

 

Adverbs of place এর বর্ণনাঃ যে Adverb দিয়ে কোন কাজ সংঘটিত হওয়ার স্থান নির্দেশ করে তাকে Adverbs of place বা স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

I went there.

There is a pond near the school.

She is below and I am above in the class.

Come hither (এদিকে).

We moved thither (ওদিকে).

 

নিম্নে Adverbs of place হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Outside, above, there, near, below, above, hither, thither, everywhere, anywhere, here, for, neither etc.


নোটঃ ‘Where বা কোথায়?’ প্রশ্নের জবাবে যে word পাওয়া যায় তাকে Adverbs of place বলে।

 

Adverbs of manner or quality এর বর্ণনাঃ যে Adverb কোনো verb এর কার্য সম্পাদনের পদ্ধতি নির্দেশ করে তাকে Adverbs of manner or quality বা গুণবাচক ক্রিয়া বিশেষণ বলে। কিভাবে কোনো কাজ সম্পন্ন হয় তা বুঝাতে Adverbs of manner or quality ব্যবহৃত হয়। যেমনঃ

He did it bravely.

Maha solved the problem easily.

You have thought wisely.

He walks quickly.


নিম্নে Adverbs of manner or quality হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Bravely, easily, wisely, quickly, badly, silently, highly, certainly, slowly, justly, probably, gently, hardly, well, so, thus, how, loudly, gladly, sadly, rapidly, etc.


নোটঃ ‘How বা কেমন?’ প্রশ্নের জবাবে যে word পাওয়া যায় তাকে Adverbs of manner or quality বলে।

 

Adverbs of number or frequency এর বর্ণনাঃ যে Adverb কোনো Verb এর কার্য সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে তাকে Adverbs of number or frequency বা সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

He will come again.

He always speaks the truth.

I often go to the sea-shore.

He helped me twice.


নিম্নে Adverbs of number or frequency হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Again, always, often, twice, once, sometimes, again etc.


নোটঃ ‘কতবার’ প্রশ্নের জবাবে যে word পাওয়া যায় তাকে Adverbs of number or frequency বলে।

 

Adverbs of quantity or degree এর বর্ণনাঃ যে Adverb কোনো Adjective এর পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে Adverbs of quantity or degree বা তুলনামূলক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

He has lost almost all his money.

Maha is quite happy.

Earn much and spend less.

I am rather sick today.

You are partly (আংশিক) right.


নিম্নে Adverbs of quantity or degree হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Almost, quite, much, rather, partly, enough, very, too, half, so, extremely, how, fully, etc.


নোটঃ ‘কতখানি / কি মাত্রায় / কি পরিমাণে’ প্রশ্নের জবাবে যে word পাওয়া যায় তাকে Adverbs of quantity or degree বলে।

 

Adverbs of Affirmation or negation / assertion এর বর্ণনাঃ যে Adverb কোনো Verb এর কার্য সম্পাদিত হবার প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না সূচক জবাব দেওয়া বা কার্য সম্পাদনের নিশ্চয়তা প্রদান করে তাকে Adverbs of Affirmation or negation / assertion বা দৃঢ়তাবোধক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

You are probably right => probably => হ্যাঁ ও না এর মিশ্রণ

I am indeed a fool.

Yes, you are right.

I do not know the man.

She has certainly done it.

He has perhaps seen a bus.


নিম্নে Adverbs of Affirmation or negation / assertion হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Probably, indeed, yes, not, no, never, surely, really, truly, certainly, actually, definitely, at all, perhaps, etc.


নোটঃ ‘হ্যাঁ/না’ প্রশ্নের জবাবে যে word পাওয়া যায় তাকে Adverbs of quantity or degree বলে।

 

Adverbs of cause and effect এর বর্ণনাঃ যে Adverb দিয়ে কোনো কাজের কারণ বা উদ্দেশ্য নির্দেশ করে তাকে Adverbs of cause and effect বা কারণ ও ফলাফল সংক্রান্ত ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

Hence he was dismissed from the job.

He, therefore, left the school.

He taught me how to do it and I did it accordingly.

 

নিম্নে Adverbs of cause and effect হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

Hence, so, so that, as, yet, therefore, consequently, accordingly, etc.


নোটঃ Adverbs of cause and effect – Verb এর কাজ সংঘটিত হওয়ার ‘কারণ ও ফলাফল’ নির্দেশ করে।

 

Adverbs of Order এর বর্ণনাঃ যে Adverb কোনো Verb এর কাজ সম্পন্ন হওয়ার পর্যায় বুঝায় তাকে Adverbs of Order বা আদেশসূচক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ

He came to the meeting lastly.

Finally, I succeeded.

He came first.

 

নিম্নে Adverbs of Order হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দের তালিকাঃ

First, second, third, firstly, secondly, thirdly, lastly, finally, etc.

 

নোটঃ Adverbs of Order – Verb এর কাজ সংঘটিত হওয়ার ‘ক্রম বা পর্যায়’ নির্দেশ করে।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment