Strong Verb বা Irregular Verb কাকে বলে ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Verb’ এর অন্যতম প্রকার “Strong Verb বা Irregular Verb” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Strong Verb বা Irregular Verb কাকে বলে ? উদাহরণসহ বর্ণনা, Strong Verb, Irregular Verb, Verb, Strong Verb কাকে বলে, Irregular Verb কাকে বলে, Parts of speech, Noun, Pronoun, Adjective, English Grammar, English Notes, Grammar Notes, Grammar Headnote


Strong Verb বা Irregular Verb এর সংজ্ঞাঃ যে সকল verb এর ভেতরের Vowel পরিবর্তন করে Past form এবং “n, en, ne” যুক্ত করে Past participle form গঠন করা হয় তাদেরকে Strong Verb বা Irregular Verb বলে।

 

নিম্নে গুরুত্বপূর্ণ Strong Verb এর Present Form, Past Form এবং Present Participle Form এর তালিকা দেওয়া হলো -

 

Note:

Verb এর Form গুলোকে নিম্নলিখিত নিয়মেও ব্যবহার করা যায়। যেমনঃ

Present Form => V1

Past Form => V2

Past Participle Form = V3


V1

Meaning

V2

V3

Be

থাকা, হওয়া

Was/

were

Been

Beat

প্রহার করা

Beat

Beaten

Become

হওয়া

Became

Become

Begin

শুরু করা

Began

Begun

Bend

বাঁকানো

Bent

Bent

Bet

বাজি রাখা

Bet

Bet

Bite

কামড়ানো

bit

Bitten

Blow

বাতাস বহা

Blew

Blown

Break

ভাঙ্গা

Broke

Broken

Bring

আনা

Brought

Brought

Build

তৈরি করা

Built

Built

Buy

ক্রয় করা

Bought

Bought

Catch

ধরা

Caught

Caught

Choose

পছন্দ করা

Chose

Chosen

Come

আসা

Came

Come

Cost

খরচ

Cost

Cost

Creep

হামাগুড়ি দেওয়া

Crept

Crept

Cut

কাটা

Cut

Cut

Deal

কেনাবেচা করা/

আচরণ করা

Dealt

Dealt

Dig

খনন করা

Dug

Dug

Do

করা

Did

Done

Draw

টানা

Drew

Drawn

Drink

পান করা

Drank

Drunk

Drive

তাড়ানো

Drove

Driven

Eat

খাওয়া

Ate

Eaten

Fall

পতিত হওয়া

Fell

Fallen

Feed

খাওয়ানো

Fed

Fed

Feel

অনুভব করা

Felt

Felt

Fight

যুদ্ধ করা

Fought

Fought

Find

দেখতে পাওয়া

Found

Found

Flee

পলায়ন করা

Fled

Fled

Fly

উড়া

Flew

Flown

Forbid

নিষেধ করা

Forbade

Forbidden

Forget

ভুলে যাওয়া

Forgot

Forgotten

Forgive

ক্ষমা করা

Forgave

Forgiven

Freeze

জমাট বাঁধা

Froze

Frozen

Get

পাওয়া

Got

Got /

Gotten

Give

দেওয়া

Gave

Given

Grow

জন্মানো

Grew

Grown

Grind

চূর্ণ করা

Ground

Ground

Hang

ঝুলানো

Hung

Hung

Hide

লুকানো

Hid

Hid /

Hidden

Hold

ধরা

Held

Held

Know

জানা

Knew

Known

Lead

পরিচালনা করা

Led

Led

Lie

শোয়া

Lay

Lain

Mistake

ভুল করা

Mistook

Mistaken

Rise

উঠা

Rose

Risen

Ring

বাজানো

Rang

Rung

Run

দৌড়ানো

Ran

Run

See

দেখা

Saw

Seen

Sit

বসা

Sat

Sat

Sing

গান গাওয়া

Sang

Sung

Sink

ডুবে যাওয়া

Sank

Sunk

Spin

সুতা কাটা

Span

Spun

Shine

কিরণ দেওয়া

Shone

Shone

Stand

দাঁড়ানো

Stood

Stood

Steal

চুরি করা

Stole

Stolen

Strike

আঘাত করা

Struck

Struck

Speak

কথা বলা

Spoke

Spoken

Shake

নাড়ান

Shook

Shaken

Swear

প্রতিজ্ঞা করা

Swore

Sworn

Swim

সাঁতরান

Swam

Swum

Take

লওয়া

Took

Taken

Win

জয়লাভ করা

Won

Won

Write

লেখা

Wrote

Written

Wear

পরিধান করা

Wore

Worn

Weave

বুনন

Wove

Woven

Throw

নিক্ষেপ করা

Threw

Thrown

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment