Subject এবং Predicate কাকে বলে এবং চিনার উপায় ?

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমান বিশ্বে সবচেয়ে বহুল ব্যাবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। আর ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন ইংরেজি ব্যকরণ সম্পর্কিত জ্ঞান। তাই আজকের ব্লগে আমি আপনাদের মাঝে “Subject & Predicate” এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং যদি পোষ্টটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক।


Subject, Predicate, Subject & Predicate, উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য ও বিধেয়, ইংরেজি ব্যাকরণ

 


Subject & Predicate এ যাওয়ার পূর্বে আমরা কয়েকটা উদাহরণ দেখি –

Shanzida reads a Novel.

Every mother likes her child.

Birds fly in the sky.


উপরের প্রথম বাক্যটিতে দুটি অংশ রয়েছে; প্রথমটি হচ্ছে ‘Shanzida’ এবং দ্বিতীয়টি হচ্ছে ‘reads a Novel’. এই বাক্যে Subject বা উদ্দেশ্য হচ্ছে ‘Shanzida’ এবং Predicate বা বিধেয় হচ্ছে ‘reads a Novel’। একইভাবে দ্বিতীয় বাক্যে Subject বা উদ্দেশ্য হচ্ছে ‘Every mother’ এবং Predicate বা বিধেয় হচ্ছে ‘likes her child’। এবং তৃতীয় বাক্যে Subject বা উদ্দেশ্য হচ্ছে ‘Birds’ এবং Predicate বা বিধেয় হচ্ছে ‘fly in the sky’।

 

অতএব আমরা বলতে পারি যে, Sentence এ যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বা উদ্দেশ্য বলে।

আর, 

Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বা বিধেয় বলে।

 

Sumaiya swims in the river

 

উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যে Subject বা উদ্দেশ্য হচ্ছে ‘Sumaiya’। যদি প্রশ্ন করা হয় কে ‘নদিতে কে সাঁতার কাটে’ তাহলে উত্তর হবে ‘Sumaiya’। কেননা এখানে Subject কে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাই এই বাক্যে ‘Sumaiya’ হলো Subject। আবার যদি প্রশ্ন করা হয় ‘সুমাইয়্যা’ কি করে’ তাহলে তার উত্তর হবে swims in the river’ এই বাক্যে Subject এর অবস্থান বা কাজ সম্পর্কে বলা হয়েছে তাই এখানে ‘swims in the river’ হচ্ছে Predicate বা বিধেয়।

 

অনুরূপভাবে,

Rony and Sakib are playing football


উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যে Subject বা উদ্দেশ্য হচ্ছে ‘Rony and Sakib’।যদি প্রশ্ন করা হয় কে ‘কারা ফুটবল খেলতেছে’ তাহলে তার উত্তর হবে ‘Rony and Sakib’ তাই এই বাক্যে ‘Rony and Sakib’ হলো Subject। আবার যদি প্রশ্ন করা হয় ‘রনি এবং সাকিব’ কি করে’ তাহলে তার উত্তর হবে ‘are playing football’ এই বাক্যে Subject এর অবস্থান বা কাজ সম্পর্কে বলা হয়েছে তাই এখানে ‘are playing football’ হচ্ছে Predicate বা বিধেয়।

 

নোটঃ

👉 বাক্যের মধ্যে Subject অংশকে Meaning Part এবং Predicate অংশকে Telling Part বলে।

👉 বাক্যের মধ্যে Subject এক বা একাধিক word বা শব্দ দ্বারা গঠিত হতে পারে। অনুরূপভাবে Predicate ও এক বা একাধিক word বা শব্দ দ্বারা গঠিত হতে পারে।


 

বাক্যের মধ্যে Subject & Predicate এর অবস্থানঃ


নিয়ম ১: সাধারণত বাক্যের প্রথমে Subject এবং পরে Predicate বসে। যেমনঃ

Man is mortal.

They know me.


নিয়ম ২: Imperative Sentence – এ Subject ‘You’ উহ্য থাকে। যেমনঃ

Come Here  মূলত বাক্য টি ছিল You come here.

Sit down মূলত বাক্য টি ছিল You sit down.


নিয়ম ৩: Optative Sentence এ কখনো কখনো Subject এর আগে Predicate বা Predicate এর একটি অংশ Auxiliary Verb হিসেবে ‘May’ বসে। যেমনঃ

May you be happy.

May you live long.


নিয়ম ৪: Interrogative Sentence এ বাক্যের শুরুতে কখনো কখনো Predicate হিসেবে Verb এর কিছু অংশ Subject এর আগে বসে। যেমনঃ

Have you done this?

Is she here?


নিয়ম ৫: Exclamatory Sentence এ Subject এর পূর্বে Interjection (Alas!, Hurrah!, Hush!, Fie! ইত্যাদি) বসে। যেমনঃ

Alas! I am undone.


 

মনে রাখবে যে!

👉 Subject যদি এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়, তখন তাকে Compound Subject বলে। যেমনঃ Sumaiya and Shanzida are going to school.


👉 একই Subject এর এক বা একাধিক Predicate থাকতে পারে। এ ধরণের Predicate কে Compound Predicate বলে। যেমনঃ

He can see but cannot speak.


👉 কখনো কখনো বাক্যে Noun, Pronoun, Infinitive, Gerund এবং Clause ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ

Shanzida is a good girl => এখানে Shanzida হচ্ছে Noun.

She is cooking => এখানে She হচ্ছে Pronoun.

To speak the truth is a great virtue => এখানে To speak the truth হচ্ছে Infinitive.

Smoking is harmful to health => এখানে Smoking হচ্ছে Gerund.

What you said is true => এখানে What you said হচ্ছে Clause.

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment