প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
গত ব্লগে Clause নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে Clause এর অন্যতম প্রকার
Subordinate / Dependent Clause এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা
করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
সতর্ক, Subordinate Clause সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই Clause কাকে বলে এবং Clause কত প্রকার ও কি কি? এদের সম্পর্কে অবশ্যই ভালো ধারনা থাকতে হবে। তাহলে Subordinate Clause এর প্রকার গুলো সম্পর্কে বুঝতে সমস্যা হবে না বলে মনে করছি।
Subordinate Clause এর প্রকারভেদঃ
Subordinate Clause তিন প্রকার। যথা –
- Noun Clause
- Adjective Clause
- Adverbial Clause
Noun Clause এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Clause কোনো Sentence – এ
Noun এর কাজ করে তাকে Noun Clause বলে। যেমন –
He knows that Shanzida is a good girl.
উদাহরণ বিশ্লেষণঃ এখানে,
He => Subject
Knows => Verb
That Shanzida is a good girl => Object
বাক্য কে ‘what’ দ্বারা প্রশ্ন করে আমরা সহজে
Noun Clause বের করতে পারি। যেমন উপরের বাক্যে ‘He knows’ কে What যুক্ত করে ‘What
he knows?’ দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে পাওয়া যাবে ‘that Shanzida is a good
girl’ সুতরাং এই উত্তরটি Knows ক্রিয়াপদের Object এবং এটি একটি Noun Clause.
Noun Clause এর ব্যবহারঃ
অবস্থানভেদে Sentence এর ভিতরে Noun
Clause বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন –
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Subject এর Complement হিসেবে।
- Object এর Complement হিসেবে।
- Adjective এর Complement হিসেবে।
- Preposition এর Object হিসেবে।
- Noun বা ‘It’ Pronoun এর Apposition হিসেবে।
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হলো।
👉 Verb এর Subject: ‘Noun Clause’ বাক্যের প্রথমে
বসে Principal Clause এ ব্যবহৃত Verb এর Subject হিসেবে কাজ করে। যেমনঃ
That
he has much money is known to all.
Who
says this is a wise man.
👉 Verb এর Object: ‘Noun Clause’ Principal
Clause এ ব্যবহৃত Verb এর Object হিসেবে কাজ করে। যেমনঃ
I know that he has done it.
Tell me who supports you most.
👉 Subject এর Complement: ‘Noun Clause’
Principal Clause এ ব্যবহৃত Be verb এর Subject এর Complement হিসেবে কাজ করে। যেমনঃ
This is what I told you earlier.
This is how it happens.
👉 Object এর Complement: বাক্যের অর্থকে স্পষ্ট
করার জন্য কখনো কখনো ‘Noun Clause’ Principal Clause এর Object এর Complement হিসেবে
ব্যবহৃত হতে পারে। যেমনঃ
He explained to me why he did so.
এখানে, ‘me’ Object এ ‘why he did so’ complement
হিসেবে কাজ করেছে।
👉 Adjective এর Complement: ‘That’ দ্বারা সূচিত
একটি ‘Noun Clause’ Principal Clause এ ব্যবহৃত Adjective এর পরে বসে এবং
Adjective এর Complement হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ
I am happy that you have passed the
exam.
এখানে, ‘happy’ Adjective এ ‘that you
have passed the exam’ complement হিসেবে কাজ করেছে।
👉 Preposition এর Object: Principal Clause
এর পরে কোনো Preposition ব্যবহার করে এরপর Noun Clause ব্যবহার করা হলে এই Noun
Clause টি Preposition এর Object হিসেবে বিবেচিত হয়। যেমনঃ
গঠনপ্রাণালীঃ Principal Clause +
Preposition + Noun Clause
উদাহরণঃ He paid attention to what I
said.
👉 Noun বা ‘It’ Pronoun এর Apposition:
Noun Clause পূর্ববর্তী কোনো Noun কিংবা Pronoun ‘It’ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান
করে তখন Clause টিকে ঐ Noun বা Pronoun ‘it’ এর Apposition বলা হয় (Apposition মানে
‘নিকট অবস্থান’)। সাধারণত এই Noun Clasue টি ‘that’ দিয়ে সূচিত হয়। যদি বলা হয় -
The news is not true – সংবাদটি সত্য নয়।
এখানে সংবাদটি কি তা জানা যায়নি। যদিও এই
সংবাদটি ছাড়াও বাক্যটি সঠিক, তবুও বাক্যকে আরও তথ্যবহুল করার জন্য আমরা সংবাদটি কি
তা বলে দিতে পারি। যেমনঃ
The news that he was ill is not true – সে যে অসুস্থ ছিল এই সংবাদটি সত্য নয়।
তাহলে ‘that he was ill’ এখানে অতিরিক্ত
তথ্য প্রদান করেছে। আর এই Noun Clause টি ‘News’ Noun এর Apposition।
Adjective Clause এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Clause বাক্যে ব্যবহৃত হয়ে
Adjective এর কাজ করে তাকে Adjective Clause বলে। এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে Noun বা
Noun equivalent কে qualify করে। যেমনঃ
The boy who came here is my brother.
এখানে
who came here হলো একটি Subordinate Clause এবং পুরো Clause টি ‘Boy’ Noun কে চিহ্নিত
করেছে। সুতরাং এটি ‘Bo’y Noun টির Modifier হিসেবে কাজ করেছে তাই এই Clause টি
Adjective Clause।
He whom
you call uncle has died.
বাক্যটিতে ‘whom you call uncle’ এই Clause
টি “He” Pronoun কে Modify করেছে তাই এটি একটি Adjective Clause।
Adverbial Clause এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে সব Clause কোনো Verb,
Adjective বা অন্য কোনো Adevrb কে Qualify করে। How, Where, When, why ইত্যাদি প্রশ্নের
উত্তর দেয় এবং শর্ত, তুলনা, ধরন, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adverbial
Clause বলে। যেমনঃ
Ten years have passed since we entered the job.
নিম্নে Adverbial Clause ব্যবহার সম্পর্কে
বিস্তারিত আলোচনা করা হলো -
👉 Where, whence, wherever দিয়ে শুরু হলে
adverb clause কোন স্থান কে নির্দেশ করে তখন তাকে Adverb clause of time বলে। যেমনঃ
Go where you want go
Go back to whence you came.
👉 Then, while, whenever ইত্যাদি দিয়ে যে সব
Adverb clause শুরু হয়, যদি তারা কোন সময় বা মুহুর্তকে নির্দেশ করে তখন তাকে
Adverb clause of time বলে। যেমনঃ
She will dance whenever her sister will come.
👉 Because, as, since ইত্যাদি দিয়ে যে সব
Adverb clause শুরু হয়, যদি তা ‘কারণ’ নির্দেশ করে তখন তাকে Adverb clause of
reason বলে। যেমনঃ
He could not go to school because he was ill.
👉 That, so that, in order that, last ইত্যাদি
দিয়ে যে সব Adverb clause শুরু হয় যদি তা ‘উদ্দেশ্য’ বুঝায় তখন তাকে Adverb clause
of purpose বলে। যেমনঃ
He studied hard so that he might pass the exam.
👉 That, so that, such ইত্যাদি দিয়ে যে সব
Adverb clause শুরু হয় যদি তা কোন কাজের ‘ফলাফল’ বুঝায় তখন তাকে Adverb clause of
result বলে। যেমনঃ
He is so weak that he cannot walk.
👉 If, unless, incase, whether, on
condition that, provided (that), supposing (that) ইত্যাদি দিয়ে যে সব Adverb
clause শুরু হয় যদি তা কোন ‘শর্ত’ প্রকাশ করে তখন তাকে Adverb clause of condition
বা Conditional Clause বলে। যেমনঃ
If
you come I shall go.
You will fail unless you study.
👉 Though, although, even, if ইত্যাদি দ্বারা
যে সব Clause শুরু হয় তাদেরকে Adverbial clause of concession বলে। যেমনঃ
Though he is poor he is honest.
👉 As……as, than, the same…..as, such….as,
so…..as ইত্যাদি দিয়ে কোন Clause শুরু হয় যদি তা ‘তুলনা’ প্রকাশ করে তখন তাকে
Adverb clause of comparison বলে। যেমনঃ
Akbar was as strong as a lion.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।