প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Conjunction’ এর অন্যতম প্রকার “Subordinating or Subjective Conjunction বা অধীনস্থ সংযোজক অব্যয়” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Subordinating Conjunction এর বর্ণনাঃ যে
Conjunction এক বা একাধিক Subordinate Clause কে Principal Clause এর সাথে যুক্ত করে
তাকে Subordinating or Subjective Conjunction বা অধীনস্থ সংযোজক অব্যয় বলে। যেমনঃ
We study hard so that we can pass the
exam.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যটিকে যদি আলাদা
ভাগে ভাগ করি তাহলে একটি হবে “We study hard বা আমরা কঠোর পড়ালেখা করি” আর দ্বিতীয়টি
হবে “So that we can pass the exam বা যাতে আমরা পরীক্ষায় পাশ করতে পারি” এখন
Clause এর নিয়ম অনুযায়ী প্রথম বাক্যটি স্বাধীন বা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে।
পক্ষান্তরে দ্বিতীয় বাক্যটি নিজের ভাব পূর্ণরুপে প্রকাশ করার জন্য অন্য বাক্যের উপর
নির্ভরশীল। সুতরাং বলা যায় দ্বিতীয় বাক্যটি Subordinate Clause এবং বাক্যে ‘so
that’ যেহেতু Subordinate Clause টিকে বাক্যের প্রথম অংশ Principal Clause এর সাথে
যুক্ত করেছে তাই ‘so that’ কে Subordinating Conjunction বলে।
Subordinating Conjunction এর প্রকারভেদঃ
Subordinating Conjunction নয় ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
- Time (সময়)
- Cause or Reason (কারণ)
- Purpose (উদ্দেশ্য)
- Condition (শর্ত)
- Effect (ফলাফল)
- Comparison (তুলনা)
- Confession (স্বীকৃতি)
- Manner (ধরণ বা রীতি)
- Apposition (সম্বন্ধ)
এখন আমরা
Subordinating Conjunction এর প্রকারগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো-
⇘ Time বা সময়ঃ নিম্নলিখিত Conjuction গুলো
Time বা সময় নির্দেশ করেঃ till (যতক্ষণ না পর্যন্ত), until (যতক্ষণ না পর্যন্ত),
before (পূর্বে / আগে), when (যখন), while (যখন), since (যেহেতু).
Wait till/until I return.
He had reached there before the train
started.
I will be present when you call me.
Do not play while you are reading.
I have not seen him since he was four.
⇘ Cause or Reason বা কারণঃ নিম্নলিখিত
Conjuction গুলো Cause or Reason বা কারণ নির্দেশ করেঃ as (যেহেতু), because (কারণ),
since (যেহেতু) ।
As I was ill I could not attend the
class.
You will not pass because you have not
studied hard.
⇘ Purpose বা উদ্দেশ্যঃ নিম্নলিখিত
Conjuction গুলো Purpose বা উদ্দেশ্য নির্দেশ করেঃ that (যেন, যাতে), so that (যেন,
যাতে), in order that (এই উদ্দেশ্য যে), lest (পাছে, শেষে আবার)
We eat that / so that / in order that
we may live.
We laugh lest we should weep (কাঁদা).
⇘ Condition বা শর্তঃ নিম্নলিখিত
Conjuction গুলো Condition বা শর্ত নির্দেশ করেঃ if (যদি), whether or not (হলো কিনা),
unless (যদি না), provided (যদি, এই শর্ত সাপেক্ষে যে)
You will pass the exam if you study
regularly.
He will not respect you unless you
respect him.
He will succeed whether you him or not.
He will be appointed provided he is an
M.A.
⇘ Effect বা ফলাফলঃ so…….that এই
Conjunction টির that এর পরে একটি “ফলাফল” প্রকাশিত হয়।
গঠনপ্রণালীঃ so + adjective / adverb +
that + Subordinate Clause.
যেমনঃ
He studied so hard that he passed in
the first division.
He is so weak that he cannot work.
⇘ Comparison বা তুলনাঃ নিম্নলিখিত
Conjuction গুলো Comparison বা তুলনা নির্দেশ করে than (চেয়ে, চাইতে, অপেক্ষা),
as……as (মত, অনুরূপ), so……as (মত, অনুরূপ)।
He is wiser than I.
Maha is as intelligent as Shanzida.
Maha is not so tall as Sumaiya.
⇘ Manner বা ধরণ বা রীতিঃ নিম্নলিখিত
Conjuction গুলো Manner বা ধরণ বা রীতি নির্দেশ করে – as……so, according as
As…so
এর গঠন => as + কারণ + so + ফলাফল
As you sow so you reap.
As you will work so will you be paid.
According as এর গঠন => ফলাফল +
according as + কারণ
You will be paid according as you will
work.
You will make money according as you
work.
স্মরণীয় যে, so এর পরে ‘Auxiliary Verb’
Subject এর আগে বসেছে কিন্তু according as এ ‘Auxiliary Verb’ Subject এর পরে বসেছে।
⇘ Confession বা স্বীকৃতিঃ নিম্নলিখিত
Conjuction গুলো Confession বা স্বীকৃতি নির্দেশ করে – though (যদিও), as (যত, যেমন),
however (যাইহোক না কেন)
Though he is rich he is unhappy.
Weak as he is, he can walk fast.
However weak he is, he can walk fast.
Though he is poor he is honest.
Poor as he is, he is honest.
However poor he is, he is honest.
⇘ Apposition বা সম্বন্ধঃ He gave me the word that he would help me.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।