Preposition: "About, Above ও Against” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Preposition– পদান্বয়ী অব্যয়’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition “About, Above ও Against” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Preposition: "About, Above ও Against” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Preposition এর নিয়ম জানার আগে আমরা নিচের Diagarm টা ভালো ভাবে আয়ত্ত্ব করতে পারলে Preposition নিয়ম বুঝতে সমস্যা হবে না।

Preposition

 About এর ব্যবহারঃ

কোনো কিছুর সম্পর্কে নির্দেশ করতে – Tell me about this.

স্থানের বিভিন্ন দিক নির্দেশ করতে – He looked about the room.

কোনো কিছুর উদ্দেশ্য নির্দেশ করতে – What was all that about?

ব্যস্ততা বুঝাতে – They always go about place?

প্রায় বা নিকটে বুঝাতে – He walked about four miles.

 

⇘ Above এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থান বা অবস্থান নির্দেশ করতে –

The water came above our knees.

We were flying above the clouds.

সংখ্যায় বেশি, কোনো ব্যক্তি বা বস্তুর স্তর বা বয়সের তুলনা বুঝাতে –

Temperatures have been above average.

 

 Against এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর অনুকূলে না থাকা অর্থে – The evidence is against him.

কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ করে এমন অর্থে কিংবা কাছাকাছি অর্থে –

Put the piano there against the wall.

The rain beat against the windows.

কোনো ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করতে –

We can play against the league champions next week.

We were rowing against the current.

দুটি বিষয় তুলনা করতে – Check your receipts against the statement.



আরও পড়ুন,

About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

Post a Comment

Support Us