প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘ Adjective বা বিশেষণ ’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘ P...
প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Adjective বা বিশেষণ’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর চতুর্থ প্রকার “Verb বা ক্রিয়া” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Verb এর সজ্ঞাঃ যে Word দ্বারা কোন কিছু করা
যেমন – হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বুঝায় তাকে Verb বা ক্রিয়া বলে। যেমনঃ
I eat
rice.
We play
football.
Shanzida goes to College.
Maha loves me very much.
উপরের বাক্যগুলোতে eat, play, goes,
loves শব্দ দ্বারা কোনো না কোনো কাজ করা বুঝায়, তাই এরা প্রত্যেকে Verb বা ক্রিয়া।
বাক্যে Verb যা নির্দেশ করেঃ
⇘ একজন ব্যক্তি বা একটি বস্তু কি করে। যেমনঃ
Maha swims.
The clock ticks.
We read.
⇘ একজন ব্যক্তি বা একটি বস্তুকে কি করা হয়।
যেমনঃ
The thief is beaten.
The glass is broken.
⇘ একজন ব্যক্তি বা একটি বস্তু কি (হয়)। যেমনঃ
He is
sorry.
The pencil is white.
⇘ একজন ব্যক্তি বা একটি বস্তুর কি আছে। যেমনঃ
Shanzida has a watch.
I have
no money.
Verb এর গঠনঃ
Verb সাধারণত চারটি form নিয়ে গঠিত। যেমনঃ
Present form |
Ing-form |
Past form |
Past participle form |
Do |
Doing |
Did |
Done |
Eat |
Eating |
Ate |
Eaten |
Come |
Coming |
Came |
Come |
Read |
Reading |
Read |
Read |
Go |
Going |
Went |
Gone |
Note:
Verb এর চারটি Form কে নিম্নলিখিত নিয়মেও
ব্যবহার করা যায়। যেমনঃ
Present Form = V1
Past Form = V2
Past Participle Form = V3
Ing-Form => Present Participle = V4
Verb এর প্রকারভেদঃ
⇘ Verb প্রধানত দুই প্রকার। যথা –
- Finite Verb বা সমাপিকা ক্রিয়া।
- Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া।
⇘ Finite Verb দুই প্রকার। যথা –
- Principal Verb বা মূল / প্রধান ক্রিয়া।
- Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
⇘ Principal Verb দুই প্রকার। যথা –
- Transitive Verb বা সকর্মক ক্রিয়া।
- Intransitive Verb বা অকর্মক ক্রিয়া।
⇘ Auxiliary Verb দুই প্রকার। যথা –
- Primary Auxiliary Verb.
- Modal Auxiliary Verb.
⇘ এছাড়াও গঠন রীতি অনুসারে Verb কে দু’ভাগে
ভাগ করা হয়েছে। যথা –
- Strong Verb বা Irregular Verb.
- Weak Verb বা Regular Verb.
নিম্নে Verb এর প্রকারভেদ
নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো -
Finite Verb বা সমাপিকা ক্রিয়াঃ যে Verb দ্বারা
Sentence এর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় এবং কর্তার Number, Person ও Time ভেদে রুপের
পরিবর্তন হয় তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। যেমনঃ
Shanzida reads a book.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যে ‘read’ Verb
দ্বারা বাক্যটির বক্তব্য শেষ হয়েছে এবং এটির অর্থও সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে এবং
কর্তার ‘Shanzida’ এর Number ও Person অনুযায়ী Verb টির রুপ পরিবর্তন হয়েছে। তাই এই
বাক্যে ‘read’ হচ্ছে Verb এর Finite Verb বা সমাপিকা ক্রিয়া।
আরও কিছু উদাহরণ –
They play football.
I eat
rice.
Maha wrote a letter.
Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়াঃ যে
Verb দ্বারা Sentence এর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না এবং কর্তার Number,
Person ও Time ভেদে রুপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া
বলে। যেমনঃ
Maha came to meet.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যে ‘to meet’
Verb দ্বারা বাক্যটির বক্তব্য শেষ করেনি এবং কর্তার ‘Maha’ এর Number ও Person অনুযায়ী
Verb টির রুপ পরিবর্তন হয় নি। তাই এই বাক্যে ‘to eat’ হচ্ছে Verb এর Non-finite
Verb বা অসমাপিকা ক্রিয়া।
আরও কিছু উদাহরণ –
Habib wants to eat rice.
They like to go.
I wanted to play.
Principal Verb বা মূল / প্রধান ক্রিয়াঃ যে
Verb এর নিজস্ব অর্থ আছে এবং অন্য কোনো Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে মনের ভাব
প্রকাশ করতে পারে তাকে Principal Verb বা মূল / প্রধান ক্রিয়া বলে। যেমনঃ
We go
there every day.
They learn their lesson attentively.
Maha comes here every morning.
Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াঃ যে
Verb এর নিজস্ব কোনো অর্থ থাকে না এবং বিভিন্ন প্রকার Sentence অথবা Tense, Voice এর
বিভিন্ন রুপ গঠনের জন্য অন্য Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বা সাহায্যকারী
ক্রিয়া বলে। যেমনঃ
I am eating rice.
He is doing the work.
Habib was reading a book.
Transitive Verb বা সকর্মক ক্রিয়াঃ বাক্যের
অর্থ সম্পূর্ণভাবে প্রকাশের জন্য যে Verb কর্ম(Object) এর সাহায্য নেয় তাকে
Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে। যেমনঃ
He eats.
Maha loves.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যেগুলো সম্পূর্ণ
অর্থ প্রকাশ করে না। কেননা কেউ জানতে চেয়ে বলতে পারে ‘সে কি খায়’ অথবা ‘মাহা কি ভালোবাসে’।
তবে আমরা Noun বা Pronoun যুক্ত করে বাক্যগুলো সম্পূর্ণ করতে পারি। যেমন –
He eats orange.
Maha loves him.
এখানে Orange এবং Him (Noun/Pronoun) হলো
যথাক্রমে Verb ‘eats ও loves’ এর Object. সুতরাং এই বাক্যগুলোর Object থাকার কারণে এরা প্রত্যেকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া।
Intransitive Verb বা অকর্মক ক্রিয়াঃ কর্ম(Object)
এর সাহায্য ছাড়াই যে Verb বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে Intransitive
Verb বা অকর্মক ক্রিয়া বলে। যেমন –
The boy laughs.
The baby cries.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যগুলোতে Verb
‘Laughs ও Cries’ এর পরে কোনো Object নাই। কোনো Object ছাড়া বাক্যগুলো তাদের পরিপূর্ণ
অর্থ প্রকাশ করছে। সুতরাং এই Verb গুলো Intransitive Verb বা অকর্মক ক্রিয়া।
Primary Auxiliary Verb গুলো হলোঃ
Be: am, is, are, was, were, be, been,
being.
Have: Have, Has, Had.
Do: Do, Does, Did.
Primary Auxiliary কে Tense Auxiliaries ও
বলে। কেননা এগুলো Tense, Voice ও Person অনুসারে পার্থক্য দেখিয়ে বক্তব্য প্রকাশ করতে
Principal Verb কে সাহায্য করে।
Modal Auxiliary Verb গুলো হলোঃ Can,
could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, ought
to.
Modal Auxiliary এমন সাহায্যকারী ক্রিয়া যা
ক্রিয়া সম্পাদনের ধরন বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
Modal Auxiliary সাধারণত জিজ্ঞাসা(Asking), অনুরোধ(Request), প্রস্তাব(Suggestion),
সামর্থ্য(Ability), সম্ভাবনা(Possibility), অনুমতি(Permission), ইচ্ছা/প্রার্থনা(Prayer),
অভ্যাস(Habit) ইত্যাদি বুঝাতে Principal verb কে সাহায্য করে।
Primary Auxiliary Verb এবং Modal
Auxiliary Verb এর ব্যবহারঃ
⇘ Third person, singular subject এর পরে কোনো
Ordinary Verb বসলে তাদের শেষে s/es যুক্ত হয়। যেমনঃ
He goes to school.
কিন্তু Modal Verb এর শেষে কোনো s/es যুক্ত
হয় না। যেমনঃ
He can do it.
⇘ Ordinary Verb কে Negative বা
Interrogative এ পরিবর্তন করতে হলে তার সাথে Auxiliary Verb যোগ করতে হয়। যেমনঃ
He eats (Affirmative)
He does not eat (Negative)
Does he eat? (Interrogative)
কিন্তু Modal verb গুলোকে Negative বা
Interrogative এ পরিবর্তন করতে হলে তার সাথে কোনো Auxiliary Verb যোগ করতে হয় না। যেমনঃ
He can do it (Affirmative)
He can not do it (Negative)
Can he do it (Interrogative)
⇘ Modal Verb গুলোর কোনো সঠিক Past Tense নেই।
Could, might, should, would গুলো Past হলেও এদের ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে।
⇘ Modal Verb এর Present Participle Form নেই
(অর্থাৎ Modal Verb এর পর ‘ing’ যোগ করা যায় না) বলে এদেরকে Continuous Tense এ ব্যবহার
করা যায় না।
⇘ Modal Verb এর কোন infinitive নেই। যেমন
– to eat, to read, to swim লেখা সম্ভব কিন্তু to can, to may, to must লেখা সম্ভব নয়।
লক্ষণীয়, সাধারণত to + verb
form কে to infinitive বলে। কিন্তু ‘to’ উহ্য থাকলে তাকে bare infinitive বলে।
Strong Verb বা Irregular Verb এর সংজ্ঞাঃ
যে সকল verb এর ভেতরের Vowel পরিবর্তন করে Past form এবং “n, en, ne” যুক্ত করে
Past participle form গঠন করা হয় তাদেরকে Strong Verb বা Irregular Verb বলে। যেমনঃ
Present Form |
Past Form |
Past Participle Form |
Beat |
Beat |
Beaten |
Become |
Became |
Become |
Give |
Gave |
Given |
গুরুত্বপূর্ণ Strong Verb এর Present Form, Past Form এবং Present Participle Form এর তালিকা এখানে।
Weak Verb বা Regular Verb এর সংজ্ঞাঃ যে
সকল Verb এর সাথে “d, ed বা t” যুক্ত করে Past form এবং Past participle form গঠন করা
হয় তাদেরকে Weak Verb বা Regular Verb বলে। যেমনঃ
Present Form |
Past Form |
Past Participle Form |
Act |
Acted |
Acted |
Advise |
Advised |
Advised |
Ask |
Asked |
Asked |
গুরুত্বপূর্ণ Weak Verb এর Present Form, Past Form এবং Present Participle Form এর তালিকা এখানে।
Verb এর কিছু Common Ending –
-ize => Realize |
-ify => Justify |
-en => Shorten |
-er => Recover |
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।
COMMENTS