প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Case বা কারক’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Case
বা কারক কাকে বলে?
কোন Sentence-এ ব্যবহৃত Noun বা Pronoun এর
সাথে অন্য Word এর সম্বন্ধকে Case বা কারক বলে। যেমনঃ
He eats his own mango.
উদাহরণ
বিশ্লেষণঃ এখানে Case এর সংজ্ঞা অনুযায়ী বাক্যের মধ্যে Noun বা Pronoun এর সাথে অন্য
Word এর সম্পর্ক। তাহলে উপরের উদাহরণে Pronoun হচ্ছে He ও His এবং Noun হচ্ছে
Mango. এই বাক্যে Verb হলো eats. উপরের বাক্যে He এর সাথে eats এবং His এর সাথে
mango এর সাথে সম্পর্ক।
Case
এর প্রকারভেদঃ ইংরেজি ভাষায় Case চার প্রকার। যথাঃ
- Nominative Case (কর্তৃকারক)
- Objective Case (কর্মকারক)
- Possessive Case (সম্বন্ধ সূচক কারক)
- Vocative Case (সম্বোধন সূচক কারক)
Nominative Case (কর্তৃকারক) এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ কোন Sentence – এ যে Noun বা
Pronoun “Verb” এর কাজ সম্পন্ন করে তাকে Nominative Case বা কর্তৃকারক বলে। যেমনঃ
We eat rice
They live here
Sumaiya writes a letter
উপরের বাক্যগুলোতে eat, live ও writes এই
শব্দগুলো Verb বা ক্রিয়া এবং We, They ও Sumaiya এই শব্দগুলো eat, live ও writes এর
ক্রিয়াগুলো সম্পাদন করে। তাই We, They ও Sumaiya শব্দগুলো Nominative case.
নোটঃ Nominative Case নির্ণয় করতে হলে
Verb এর আগে Who বা What বসিয়ে প্রশ্ন করে তার উত্তরে যে Noun বা Pronoun পাওয়া যায়
তাই Nominative Case বা Subject.
We eat rice => Who eats rice? => We
(Nominative Case)
They live here => Who lives here? => They (Nominative Case)
বাক্যে
Nominative Case এর অবস্থানঃ নিম্নলিখিত নিয়মের মাধ্যমে আমরা সহজে
Nominative Case এর অবস্থান সম্পর্কে জানতে পারবো।
নিয়ম
১:
Nominative সাধারণত Verb এর পূর্বে বসে। যেমনঃ
Shanzida reads a book.
I
go
to market.
নোটঃ কিন্তু মাঝে মাঝে Finite Verb বা
Auxiliary Verb এর পরে Nominative case ব্যবহৃত হতে পারে। যেমনঃ
Interrogative Sentence – এ
Do you
know me? Or Are they students?
Imperative Sentence – এ
Do the sum
নোটঃ উপরের উদাহরণে
Subject উহ্য রয়েছে। কেননা Imperative Sentence এ Subject উহ্য থাকে। আর যদি
Subject ব্যবহার করা হতো তাহলে বাক্যটি ‘Do (You) the sum’ এমনভাবে লেখতে হতো। এবং
এই উদাহরণেও Subject ‘you’ Auxiliary Verb “Do” এর পরে বসেছে। তাই এই বাক্যে
Nominative Case হচ্ছে “You”.
Optative Sentence – এ
May you pass the exam.
Exclamatory Sentence – এ
How beautiful the bird is!
নিয়ম
২:
Conditional Clause – এ if, though ব্যবহৃত হলে। যেমনঃ
If you
come, then I will go with you.
Though he is poor, he is honest.
নিয়ম
৩:
Sentence – এ clause “here, no sooner, there” ইত্যাদি দিয়ে শুরু হলে। যেমনঃ
Here is the man
No sooner had we reached home than the rain started.
নিয়ম
৪:
Sentence – এ দ্বিতীয় Clause টি “so, the more” ইত্যাদি দ্বারা শুরু হলে। যেমনঃ
As you sow, so you reap.
Objective Case (কর্মকারক) এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ কোন Noun বা
Pronoun কোন সকর্মক ক্রিয়ার (Transitive Verb) বা কোন Preposition এর Object রুপে ব্যবহৃত
হলে তাকে Objective Case বলে। যেমনঃ
The teacher advised the boy
Habib writes a letter
উদাহরণ
বিশ্লেষণঃ উপরের বাক্যগুলোতে Advised ও Writes এই শব্দগুলো Verb বা ক্রিয়া। প্রথম
বাক্যে ‘Advised’ ক্রিয়া দ্বারা যদি প্রশ্ন করা হয় “কাকে উপদেশ দিয়েছিলো?” তাহলে উত্তরে
পাওয়া যাবে “boy”। আর দ্বিতীয় বাক্যে ‘Writes’
ক্রিয়া দ্বারা যদি প্রশ্ন করা হয় “কি লিখে?” তাহলে উত্তরে পাওয়া যাবে “letter”।
স্মরণ রাখবে যে, Verb কে – কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই ঐ বাক্যের
Verb এর Object এবং তার Objective Case।
নিম্নে
কয়েকটি Pronoun এর Nominative Case (Subjective) ও Objective Case (Objective) তালিকা
দেওয়া হলো –
Nominative Case
(Subjective) |
Objective Case
(Objective) |
I |
me |
we |
us |
you |
you |
they |
them |
she |
her |
it |
it |
who |
whom |
he |
him |
Possessive Case (সম্বন্ধ সূচক কারক) এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Noun বা Pronoun কোন ব্যক্তি বা
বস্তুর সাথে অধিকারের সম্পর্ক বোঝায় তাকে Possessive Case বা সম্বন্ধ সূচক কারক বলে।
যেমনঃ
Habib’s house.
উদাহরণ
বিশ্লেষণঃ এখানে ‘Habib’s’ এর সাথে ‘house’ এর সম্পর্কে বুঝাচ্ছে। কেননা Habib হলো
এই House টির মালিক।
মনে
রাখবে যে, যদি কোন বাক্যে অবস্থিত Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun এর সাথে
সম্পর্ক বুঝায়, তখনি পূর্ববর্তী Noun বা Pronoun টি Possessive Case হয়। আর এই সম্পর্ক
হলো “মালিকানার সম্পর্ক”। তাহলে বলা যায় যে, উপরের উদাহরণে ‘Habib’ এর সাথে
‘House’ এর মালিকানা সম্পর্ক।
Possessive Case বা সম্বন্ধ সূচক কারক গঠন করার নিয়মঃ
নিয়ম
১:
প্রানীবাচক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করা যায়।
Habib’s house Or Sakib’s mother.
নিয়ম
২:
Noun যদি Plural হয় এবং তার শেষে যদি ‘S’ থাকে তাহলে তাকে Possessive Case করতে হলে
তার শেষে শুধু Apostrophe (‘) যোগ করতে হয়; কোন ‘s’ যোগ করতে হয় না।
Boys school => Boys’ school
কিন্তু, Plural Noun এর শেষে যদি ‘S’ না থাকে
তাহলে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Children => Children’s
Men => Men’s
নিয়ম
৩:
সময়, দূরত্ব, পরিমাপ, ওজন বাচক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
One week leave => One week’s leave
One yard length => One yard’s length
নিয়ম
৪:
যদি কোন বাক্যে ‘Sake বা খাতির/স্বার্থ’ শব্দ আসে এবং তার পূর্বে এমন Noun আসে যার
শেষে “ ce বা ss ” থাকে, তাকে Possessive করার জন্য তার শেষে শুধু Apostrophe (‘) যোগ
করতে হয়।
Justice Sake => Justice’ Sake
নিয়ম
৫:
Compound Noun এর শেষের word টির পরে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে
হয়।
Brother-in-law’s house
Sister-in-law’s husband
নিয়ম
৬:
“And” দ্বারা যুক্ত দুই বা দুয়ের অধিক Noun একই মালিকানা বোঝালে শেষের Noun টির পরে
Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Habib and Maha’s house.
কিন্তু,
“And” দ্বারা যুক্ত দুই বা দুয়ের অধিক Noun প্রত্যেকটির আলাদা আলাদা করে বুঝায়,
তাহলে প্রত্যেকটি Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Habib’s and Maha’s house.
নিয়ম
৭:
যে সকল Noun দ্বারা অচেতন পদার্থ কে বুঝায়,
সেগুলোর পূর্বে “of” বসিয়ে Possessive Case করতে হয়।
The pages of the book are green.
নিয়ম
৮:
অচেতন বা অপ্রাণিবাচক Noun এ সচতেনতা আরোপ বা তাকে জীবিত কল্পনা করা হলে সে Noun এর
শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
Nature’s call. Or Duty’s Call
নিয়ম
৯:
One, everyone, no one, nobody, everybody এদের পরে Apostrophe (‘s) যোগ করে
Possessive Case করতে হয়।
One should do one’s duty.
নিম্নে
কয়েকটি Pronoun এর Nominative Case (Subjective) ও Objective Case (Objective) এবং
Possessive Case তালিকা দেওয়া হলো –
Nominative Case
|
Objective Case |
Possessive Case |
I |
Me |
Mine, My |
We |
Us |
Our,
Ours |
You |
You |
Your, Yours |
He |
Him |
His |
They |
Them |
Their, Theirs |
She |
Her |
Her,
Hers |
It |
It |
Its |
Who |
Whom |
Whose |
Vocative Case (সম্বোধন সূচক কারক) এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যাকে সম্বোধন করে
কোন কিছু বলা হয় তাকে Vocative Case বা সম্বোধন সূচক কারক বলে। যেমন –
Listen to me, Habib.
Oh Shanzida, did you forget me?
ইতিপূর্বে ইংরেজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক্স যেমনঃ
- Language & Grammar,
- Letter,
- Syllable,
- Person,
- Sentence,
- Number,
- Gender,
- Subject & Predicate,
- Pronunciation এবং
- Easy way to identify Verb
নিয়ে বিস্তারিত
এই ব্লগে শেয়ার করেছি। সময় করে দেখে নিবেন আশা করি উপকৃত হবেন এবং ইংরেজি ব্যকরণে আর
সংশয় থাকবেনা বলে আমি মনে করেছি।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।