Noun কাকে বলে এবং কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা ?

 প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Parts of Speech’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর  প্রথম প্রকার “Noun বা বিশেষ্য” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


 

Noun, Kinds of Noun. Types of Noun. Noun kake bole, Noun কাকে বলে, Noun কত প্রকার, Noun নোটস, গ্রামার নোটস, ইংরেজি ব্যাকরণ নোটস

স্মরণ রাখবে যে, Noun – Parts of Speech এর প্রথম প্রকার। যদি আপনার Parts of Speech নিয়ে ধারনা না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন

 

Noun বা বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোনো ব্যাক্তি, প্রাণী, বস্তু, পদার্থ, স্থান বা গুণের নাম বুঝায় তাকে Noun বা বিশেষ্য বলে। অথবা কোনো কিছুর নাম কে Noun বা বিশেষ্য বলে।

উদাহরণঃ

Shanzida reads the Quran.

The cow is a useful animal.

Dhaka is the capital of Bangladesh.

Gold is a precious metal.

Honesty is the best policy.


উপরিউক্ত বাক্যগুলোতে Shanzida একজন ব্যাক্তির নাম, Cow একটি প্রাণীর নাম, Dhaka একটি স্থানের নাম, Gold একটি বস্তুর নাম, Honesty একটি গুণের নাম। তাই এই শব্দগুলো হচ্ছে এক একটি Noun বা বিশেষ্য।

 

Noun এর প্রকারভেদঃ Noun প্রধানত দুই প্রকার। যথাঃ

  1. Concrete Noun (বস্তুবাচক বিশেষ্য)
  2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)


Concrete Noun (বস্তুবাচক বিশেষ্য) আবার ৪ প্রকার। যথাঃ

  1. Proper Noun (নামবাচক বিশেষ্য)
  2. Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  3. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
  4. Material Noun (বস্তুবাচক বিশেষ্য)


গণনার ভিত্তিতে Noun আবার দুই প্রকার। যথাঃ


  1. Countable Noun (গণনা করা যায় এমন বিশেষ্য)
  2. Uncountable Noun (গণনা করা যায় না এমন বিশেষ্য)

নিম্নে Noun এর সকল প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো –

 

 

Concrete Noun বা বস্তুবাচক বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবয়ব আছে , যা দেখা যায় কিংবা স্পর্শ করা যায় এবং যার ওজন আছে তাকে Concrete Noun বলে। যেমনঃ

Maha is a brilliant Student.

The cow is a useful animal.

Gold is a precious metal.


এখানে Maha, Cow এবং Gold হচ্ছে Noun.



Concrete Noun বা বস্তুবাচক বিশেষ্য এর প্রকারভেদের বিস্তারিত আলোচনা –

 

Proper Noun বা নামবাচক বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যাক্তি, বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে Proper Noun বা নামবাচক বিশেষ্য বলে। যেমনঃ

ব্যাক্তি বুঝাতেঃ Maha, Habib, Sakib, Taher, Shanzida, Sumaiya, Raihan, Mariam etc.

বস্তু বুঝাতেঃ Quran, Bible, Agnibina, Geetanjali, Prothom alo, Titanic, Banghabhaban, Friday etc.

স্থান বুঝাতেঃ Bangladesh, America, Dhaka, Chittagong, Andis, Padma, Jamuna, Bay of Bengal etc.


নোটঃ

👉 Proper Noun কোনো নির্দিষ্ট ব্যাক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম।

👉 Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter বা বড় হাতের অক্ষর হবে। তবে God, Lord এবং Bible যদি Proper Noun এ ব্যবহৃত না হয় তাহলে এদের প্রথম অক্ষর Small Letter বা ছোট অক্ষরের হবে।



Common Noun বা জাতিবাচক বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Noun দ্বারা কোনো বিশেষ ব্যাক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমশ্রেণি বা সমগোত্রের প্রত্যেক ব্যাক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বা জাতিবাচক বিশেষ্য বলে। যেমনঃ

Nazrul is a great poet.

He is a student.

The rose is a nice flower.


উপরের বাক্যগুলোতে Poet, Student, Flower এর কোনটিই নির্দিষ্ট ব্যাক্তি বা বস্তুকে না বুঝিয়ে প্রত্যেকে কোন ব্যাক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝিয়েছে। নিম্নে এমন কিছু উদাহরণ দেওয়া হলোঃ   


ব্যাক্তি বুঝাতেঃ Father, Mother, Sister, Uncle, Daughter, Student, Man, Woman, etc.

প্রাণী বুঝাতেঃ Elephant, Tiger, Lion, Bird, Cat, Cow, Dog, etc.

বস্তু বুঝাতেঃ Book, Pen, Chair, Pen, Table, Window, etc.

 


Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে সকল Noun দ্বারা একই ব্যাক্তি , বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বুঝায় তাকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমনঃ

Our team won the game.

Habib joined the army.


নোটঃ

👉 Collective Noun এর পরে Verb সর্বদাই Singular Number হয়। যেমনঃ A flock of birds is flying , এখানে ‘are’ ব্যবহৃত না হয়ে ‘is’ ব্যবহার হয়েছে।

👉 Collective Noun যদি কখনো সমষ্টিকে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি বস্তু বা ব্যাক্তিকে বুঝায় তাহলে এরুপ Noun এর ক্ষেত্রে Plural Number ব্যবহৃত হবে।

The class are divided into two divisions.


মনে রাখবে যে, Singular Number “is, was, have” এর পরিবর্তে Plural Number “are, were, has” ব্যবহৃত হবে।

 


Material Noun বা বস্তুবাচক বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Noun দ্বারা কোনো বস্তু, উপাদান বা উপকরণের নামকে বুঝায় তাকে Material Noun বা বস্তুবাচক বিশেষ্য বলে। যেমনঃ

It is made of iron.

He likes to drink milk.

 নোটঃ

👉  Material Noun এর Plural হয় না, কেননা এই Noun কে গণনা করা যায় না। Material Noun সর্বদা Singular Number এর Verb গ্রহণ করে।


 

Abstract Noun বা গুণবাচক বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Noun দ্বারা কোনো ব্যাক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, যা ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না কিন্তু শুধু কল্পনা করা যায় তাকে Abstract Noun বা গুণবাচক বিশেষ্য বলে। যেমনঃ

Honesty is the best policy.

Kindness is a great virtue.


উপরের বাক্যগুলোতে Honesty, Kindness এই শব্দগুলো দ্বারা গুণ প্রকাশ পেয়েছে। কিন্তু এগুলোর বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, দেখা যায় না, ছোঁয়া যায় না কেবলমাত্র কল্পনার মাধ্যমে অনুভব যায় তাই এরা Abstract Noun বা গুণবাচক বিশেষ্য।

 


গণনার ভিত্তিতে Noun এর প্রকারভেদের বিস্তারিত আলোচনা –

 


Countable Noun বা গণনীয় বিশেষ্য এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে সকল Noun গণনা করা যায় তাকে Countable Noun বা গণনীয় বিশেষ্য বলে। যেমনঃ Man, Boy, Pen, Chair, Table etc.


নোটঃ Proper Noun, Common Noun এবং Collective Noun এরা Countable Noun বা গণনীয় বিশেষ্য।

 

Uncountable Noun বা অগণনীয় বিশেষ্য এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যে সকল Noun গণনা করা যায় না তাকে Uncountable Noun বা অগণনীয় বিশেষ্য বলে। যেমনঃ Water, Rice, Sugar, Dignity, Falsehood, Milk, Honesty etc.


নোটঃ Material Noun এবং Abstract Noun এরা Uncountable Noun বা অগণনীয় বিশেষ্য।

 


Noun এর কিছু Common Ending –


-tion => Information

-sion => Provision

-ence => Independence

-ance => acceptance

-ity => Creativity

-hood => Childhood

-dom => Wisdom

-th => Health

-ery => Recovery

-ship => Scholarship

-tude => Multitude

-ism => Capitalism

-cracy => Democracy

-logy => Biology

-ness => Happiness

-ment => Experiment

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment