প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Tense বা কাল’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন । তাহলে শুরু করা যাক।
ভালো ফলাফল পাওয়ার জন্য, Tense শেখার আগে
যা জানতে হবে –
Tense এর সংজ্ঞাঃ কোনো Verb এর কাজ কখন সম্পন্ন
হয়, হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য Verb এর যে রুপগুলো ব্যবহৃত হয় তাদের
Tense বা ক্রিয়ার কাল বলে।
I eat rice.
I ate rice
I will eat rice.
উপরের বাক্যগুলোতে Verb ‘eat’ তিনটি বাক্যে
তিনভাবে ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্যটি বর্তমান, দ্বিতীয় বাক্যটি অতীত এবং তৃতীয় বাক্যটি
ভবিষ্যত এ নির্দেশ করেছে। সঠিকভাবে বাক্য লেখার প্রধান শর্ত বা হাতিয়ার হলো Tense বা
কাল। যে কোনো বাক্য পরিবর্তন বা সংযোজন করতে Tense বা কাল এর প্রয়োজনীয়তা অপরিসীম।
তাই Tense বা কাল কে ‘ইংরেজি ভাষার প্রাণ’ বলা হয়।
Tense এর প্রকারভেদঃ Tense প্রধানত তিন প্রকার।
যথা –
- Present Tense (বর্তমান কাল)
- Past Tense (অতীত কাল)
- Future Tense (ভবিষ্যত কাল)
Present Tense এর বর্ণনাঃ কোনো ক্রিয়া বর্তমানে
সম্পন্ন হলে তার কালকে Present Tense বা বর্তমান কাল বলে। যেমনঃ
They walk in the morning.
I do the work.
Present Tense বা বর্তমান কাল এর প্রকারভেদঃ
Present Tense কে চার ভাগে ভাগ করা যায়। যথাঃ
- Present Indefinite / Simple Present Tense.
- Present Continuous Tense.
- Present Perfect Tense.
- Present Perfect Continuous Tense.
Past Tense এর বর্ণনাঃ কোনো ক্রিয়া অতীতে
সম্পন্ন হয়েছিল বুঝালে তার কালকে Past Tense বা অতীত কাল বলে। যেমনঃ
They walked in the morning.
I did the work.
Past Tense বা অতীত কাল এর প্রকারভেদঃ
Past Tense কে চার ভাগে ভাগ করা যায়। যথাঃ
- Past Indefinite / Simple Past Tense.
- Past Continuous Tense.
- Past Perfect Tense.
- Past Perfect Continuous Tense.
Future Tense এর বর্ণনাঃ কোনো ক্রিয়া ভবিষ্যতে
সম্পন্ন হবে বুঝালে তার কালকে Future Tense বা ভবিষ্যত কাল বলে। যেমনঃ
They will walk in the morning.
I will do the work.
Future Tense বা ভবিষ্যত কাল এর প্রকারভেদঃ
Future Tense কে চার ভাগে ভাগ করা যায়। যথাঃ
- Future Indefinite / Simple Future Tense.
- Future Continuous Tense.
- Future Perfect Tense.
- Future Perfect Continuous Tense.
Tense এর ৪৮টি গঠন ও উদাহরণসহ বিস্তারিত।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।