ডিগ্রি পাস করে তুমি কী করবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।
যাত্রাবাড়ী, ঢাকা
০২ জুলাই ২০২৩ ইং
প্রিয় ‘মাহা’
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। গতকাল
তোমার লেখা একখানা পত্র পেয়েছি। তুমি জানতে চেয়েছ ডিগ্রি পাস করে আমি কোন পেশাকে জীবনের
ব্রত হিসেবে বেছে নেব। তাই তোমার অবগতির জন্য লিখছি।
তুমি তো জানো, জীবনের দীর্ঘ সময় অক্লান্ত
পরিশ্রমের পর গত সপ্তাহে আমার কাঙ্কিত বিএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস
বিগত পরীক্ষার মতো এ পরীক্ষায়ও আমি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হব। আমি মনস্থ করেছি ডিগ্রি
পাস করে শিক্ষকতার পেশায় নিজেকে নিযুক্ত করবো। ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ এ কথা তোমার
কাছে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের দেশে আজও শতকরা ৫৭ জন মানুষ অশিক্ষিত।
শিক্ষার অভাবে এদেশের কোটি কোটি মানুষ নিম্নতর জীবনযাপন করছে। শিক্ষা প্রসারের জন্য
এদেশের সর্বত্র শ্লোগান উঠলেও প্রকৃত শিক্ষার সুফল এখানকার বেশির ভাগ মানুষের দ্বারপ্রান্তে
পৌঁছায় নি। এদেশের স্কুল-কলেজসমূহে প্রাতিষ্ঠানিক
শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ঠিকই, কিন্তু ব্যবহারিক শিক্ষার অভাবে মানুষ তা জীবনের
সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে না।
আরও লক্ষ করেছি, আজকাল শিক্ষার মান যাচাই
করতে সার্টিফিকেটকেই অধিকতর মূল্যায়ন করা হয়। যার সার্টিফিকিটের জোর বেশি তাকেই টেনে
নেওয়া হয় প্রথম কাতারে। আমি বিরোধিতা করছি না; কিন্তু সার্টিফিকেটের সাথে তার জ্ঞানের
বৃদ্ধি ঘটেছে কি না কিংবা অসদুপায়ে সে সার্টিফিকেটে লাভ করেছে কি না তা কি ভেবে দেখা
হচ্ছে? থাক, এসব বলে আমি পত্র দীর্ঘায়িত করতে চাই না। তবে এটা জানি, শিক্ষাকে জীবনের
সকল স্তরে কাজে লাগাতে হলে আদর্শ শিক্ষা যেমন দান করতে হবে তেমনি গ্রহণও করতে হবে।
আদর্শ শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে না পারলে জাতিকে নিরক্ষতার অভিশাপের কবল থেকে
রক্ষা করা কিছুতেই সম্ভব নয়। এ সকল বিষয় ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি ডিগ্রি পাস করে
শিক্ষকতাকেই জীবনের পেশা হিসেবে বেছে নিব। প্রকৃত শিক্ষার আদর্শে আমি মানুষের অন্তরকে
বিকশিত করবো। সে অন্তর হবে একটি স্বচ্ছ দর্পণ, আর সে দর্পণ ভেসে উঠবে এক অনুপম সমাজ
ব্যবস্থা। আমি বিশ্বাস করি, শিক্ষকতাই সর্বোত্তম পেশা। এখানে ঘুষ নেই, দুর্নীতি নেই,
নেই কোন কারচুপি।
পরিশেষে, পরীক্ষা পাসের পর তুমি কী করবে ঠিক
করেছ তা জানালে খুশি হব। আজ এখানেই শেষ করছি। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম এবং ছোট
ভাইবোনদেরকে স্নেহ দেও।
ইতি
তোমার প্রিয় বন্ধু
‘এ’