কিভাবে তুমি তোমার গ্রীষ্মের ছুটি কাটালে তার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ।
২৪
সেন্ট্রাল রোড, ঢাকা
২৬
অক্টোবর ২০২৩
প্রিয়
‘এ’
তোমার
প্রিয় চিঠিটি এইমাত্র হাতে এসেছে। তুমি জানতে চেয়েছ যে কিভাবে আমি আমার গ্রীষ্মের ছুটি
কাটিয়েছি। তুমি জেনে আনন্দিত হবে যে আমি আমার গ্রীষ্মের ছুটি আমার পরিবারের সাথে অস্ট্রেলিয়ায়
কাটিয়েছি। এটি একটি শীতপ্রদান দেশ। আমরা সেখানে দশদিন অবস্থান করেছিলাম। ঐ সময়কালে
ঐ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেছি। আমরা মেলবর্নের সমুদ্র সৈকতও
পরিদর্শন করেছিলাম। সেখানে বালুময় সমুদ্র সৈকতে শুয়ে শত শত মানুষ সূর্যস্লান করছে।
এটি ছিল একটি বিস্ময়কর দৃশ্য। আমরা আবেগময় অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশে ফিরলাম। আজ আর
নয়। আমার কাছে চিঠি দিও।
তোমার
আন্তরিক
‘ম’