বইমেলা পরিদর্শন করার অনুরোধ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ

বইমেলা: বাংলা একাডেমিতে পহেলা ফেব্রুয়ারি থেকে বই মেলা শুরু হবে। আজকাল এই বই মেলা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি

তোমার সঙ্গে বইমেলা পরিদর্শন করার অনুরোধ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।

তোমার সঙ্গে বইমেলা পরিদর্শন করার অনুরোধ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ, boimela, Book fair, Letter


চাঁদপুর

৫ জানুয়ারি ২০২৩

প্রিয় ‘এ’

সম্প্রতি আমি তোমার পত্র পেয়েছি। তুমি জেনে অনন্দিত হবে যে বাংলা একাডেমিতে পহেলা ফেব্রুয়ারি থেকে বই মেলা শুরু হবে। আজকাল এই বই মেলা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করেছে। এই বই মেলাতে শত শত বইয়ের দোকান স্থাপিত হয়েছে। উপন্যাস, পাঠ্যক্রম, নাটক, শিশুদের বই তথ্যমূলক ইত্যাদি সব ধরনের বই প্রদর্শিত হয়। সেখানে খাদ্য এবং পানীয় দোকানসমূহ রয়েছে। একটি বই মেলা জনাকীর্ণ থাকে বিশেষ করে সন্ধ্যাকালে। বই মেলাতে নারী পুরুষ উভয় ধরনের ক্রেতাগণ বইমেলাতে একত্রিত হয়। লেখকগণও মেলাতে নিয়মিত আগমন করেন। আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলা আমাদের স্মরণ করিয়ে দেয় বই পত্র হচ্ছে আমাদের সেরা সঙ্গী। সুতরাং এখানের এই মেলা পরিদর্শন করতে এসো।

আমি আশা করি তুমি সুযোগ হারাবে না। আজ আর নয়। যখন একত্রিত হবো তখন আরও কথা হবে। শুভ কামনায়।

তোমারই

‘ম’

Post a Comment

Support Us