তোমার ছোট বোনকে পরীক্ষার হলে কোনো অসদুপায় অবলম্বন না করার পরামর্শ দিয়ে একখানা পত্র লিখ।
৬
মে ২০২৩
প্রিয়
‘এ’
আমি
এইমাত্র তোমার পত্র পেয়েছি। যেহেতু তোমার বার্ষিক পরীক্ষা আসন্ন আমি তোমাকে কিছু পরামর্শ
দিতে চাই। আজকাল ছাত্রছাত্রীদের পড়াশোনা না করে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করার
প্রবণতা ব্যপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এটা অত্যন্ত খারাপ কাজ এবং লজ্জাকর বটে। এই প্রবণতাটি
সম্পূর্ণ অনৈতিক। তোমার সব সময় মনে রাখা উচিত যে একজন অসদুপায় অবলম্বন করে পরীক্ষা
পাস করতে পারে কিন্তু সে শিক্ষার মহৎ উদ্দেশ্য অর্জন করতে পারে না। অধিকিন্তু এই প্রবণতা
একজন ছাত্রের অসততা এবং অযোগ্যতার প্রমাণ করে। সুতরাং তোমার এই সকল খারাপ প্রবণতা বর্জন
এবং তোমায় নিজ যোগ্যতার বলে বাস্তবিকই গৌরবোজ্জ্বল কিছু একটা অর্জন করতে কঠোর অধ্যায়ন
করা উচিত।
আমি
আশা করি তুমি আমার উপদেশ অনুসরণ করবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করবে। আজ আর নয়। তোমার
স্বাস্থ্যের প্রতি যত্ন রেখ।
তোমার
প্রিয় ভাই
‘ম’