কুসঙ্গ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ

কুসঙ্গ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ।

কুসঙ্গ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ।

মনোহরপুর, কচুয়া

১৯ মার্চ ২০২৩

প্রিয় ‘এ’

কিছুক্ষণ পূর্বে তোমার চিঠি হাতে পেয়েছি। আমি জেনে আনন্দিত যে তোমরা সবাই ভালো আছো। কিছুদিন আগে আমি শুনেছি, তুমি নাকি ইদানিং এলাকার খারাপ ছেলেদের সাথে খুব মেলামেশা করছ। তুমি জানো যে, যাদের সাথে তুমি মিশছ তারা সবাই অপরাধী। তারা মদ্যপান, অপহরণ, চাঁদাবাজি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িত। বেশ কিছু মামলায় পুলিশ গ্রেফতার করার জন্য তাদের খুঁজছে। আমি বুঝতে পারছি না, কীভাবে তুমি এ ধরনের খারাপ ছেলেদের সাথে মিশছ। এটা শুধু তোমাকে ধ্বংস করবে না, আমাদের গোটা পরিবারকে ধ্বংস করবে। তোমার বয়স মাত্র ষোল। তোমার আসল দায়িত্ব হলো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া। আমি আশা করি তুমি শীঘ্রই তাদের কাছ থেকে সরে আসবে এবং নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে মুক্ত করবে।

আজ আর নয়। তোমার চিঠির অপেক্ষায় রইলাম।

তোমার প্রিয় ভাইয়া

‘ম’

Post a Comment

Support Us