নিয়মিত নামায আদায় করার পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ

নিয়মিত নামায আদায় করার পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ।

নিয়মিত নামায আদায় করার পরামর্শ দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ


কচুয়া, চাঁদপুর

অক্টোবর ৮, ২০২৩

প্রিয় ‘এ’

তোমার পত্র এইমাত্র আমার হাতে এসেছে। আশা করি তুমি ভালো আছ। আমিও করুণাময় আল্লাহ্‌র অশেষ মেহেরবাণীতে ভালো আছি। এখানে আমি তোমাকে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, আমরা সবাই মুসলমান, মুসলমান হিসেবে প্রতিদিন আমাদের পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উচিত। এটা ফরয এবং কেউ একে অস্বীকার করতে পারে না। সুতরাং আমি তোমাকে নিয়মিত পাঁচবার নামায আদায় করার পরামর্শ দেই। এটা তোমাকে শুধু আল্লাহ্‌র রহমত পেতে সাহায্য করবে না এটা তোমার মানসিক ও আত্মিক প্রশান্তিও প্রদান করবে। যখনই বিপদে পতিত হও, আল্লাহ্‌র সাহায্য কামনা কর। শুধুমাত্র তিনিই তোমাকে সাহায্য করতে পারেন।

সুতরাং তুমি এটা ভুলবে না। তোমার প্রতি এবং তোমার সহপাঠীদের প্রতি আমার শুভেচ্ছা।

তোমার বড় ভাই

‘ম’

Post a Comment

Support Us