রাজনীতির চেয়ে খেলাধুলায় বেশি আগ্রহী হওয়ার উপদেশ দিয়ে তোমার ভাইকে একটি চিঠি লেখ।
প্রিয়
‘এ’
তোমার
চিঠি পেয়ে খুশি হলাম। তুমি যে তোমার কলেজ পরিবেশে ভালোরুপে প্রতিষ্ঠিত হয়েছ তা অনন্দের
বিষয়। কিন্তু আমার কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি অস্বস্তিকর মনে হয় তা হচ্ছে ‘রাজনীতি’।
আজকালকার দিনে রাজনীতি হয়ে উঠেছে সন্ত্রাস নির্ভর, নোংরা এবং আত্মঘাতী। এর মধ্যে জড়িয়ে
পড়ার অনেক লোভনীয় পন্থা তুমি দেখতে পাবে। সর্বপ্রযত্নে এ রাজনীতিকে তোমার পরিহার করা
উচিত এবং এর পরিবর্তে খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। খেলাধুলার কর্মকান্ড অত্যন্ত গঠনমূলক
ও কল্যাণকর। এগুলো দেহ গঠন করে, খেলোয়াড়সুলভ মনোভাব সৃষ্টি করে এবং নিয়মানুবর্তিতা
ও সহযোগিতার উন্মেষ ঘটায়। আর এসবের ভিত্তিতে ভবিষ্যৎ জীবন সুন্দর হয়ে গড়ে ওঠে। আশা
করি, আমার এ পরামর্শটি যথার্থ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং উৎসাহ ও আনন্দের সঙ্গে
অনুসরণ করে চলবে।
পরম
শভেচ্ছা জানিয়ে
তোমার
প্রিয় ভাইয়া
‘ম’