বন্যা কবলিত লোকদের স্বেচ্ছাসেবা দেয়ার জন্য ছোট ভাইকে উপদেশ দিয়ে একটি চিঠি লেখ।
চাঁদপুর
সেপ্টেম্বর
০২, ২০২২
প্রিয়
‘এ’
তুমি
কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা এখানে সকলে ভালো আছি। তুমি জানো সর্বগ্রাসী বন্যা
বাংলাদেশের এক বৃহৎ অংশকে গ্রাস করেছে। ঢাকা শহর এখন বন্যায় নিমজ্জিত প্রায়। কিন্তু
আমি জানি যে, আমাদের নিজ জেলা হবিগঞ্জের অবস্থা ঢাকার চেয়েও খারাপ। বন্যার মারাত্মক
অবস্থার জন্য তোমার মাদরাসা বন্ধ এবং বন্যা দুর্গতদের জন্য তোমার মাদরাসা আশ্রয় কেন্দ্র।
এদের মধ্যে অনেক লোক আছে ডায়রিয়া ও টাইফয়েড আক্রান্ত রোগী। তাদের কারো খাবার নেই। কোনো
খাবার পানি নেই।
সরকারি
ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এসেছে তাদের সাহায্য করার জন্য। এ অবস্থায় তোমার উচিত ছাত্রদের
নিতে একটি গ্রুপ সংগঠন করে দুস্থ মানবতাকে সাহায্য করা। তুমি জান, দুস্থ মানুষকে সাহায্য
করা আল্লাহকে সন্তুষ্ট করার শামিল। আমাদের মা-বাবা খুব খুশি হবেন যদি দুস্থ মানুষের
কিছু সেবা করি। পাহাড়ের উপর বাসা হওয়ায় আমাদের পরিবার রক্ষা পেয়ে গেছে। আমাদের পরিবার
যদি আক্রান্ত হতো তবে তোমার মনের অবস্থা কেমন হতো। অন্যের কথাও সেভাবে চিন্তা করে এবং
বন্য আক্রান্ত লোকদের স্বেচ্ছাসেবা দাও।
আজ
এখানেই। শীঘ্রই তোমার সাথে দেখা হওয়ার আশা রাখি।
তোমার
প্রিয় ভাই
‘ম’