প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Articles’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Article এর সংজ্ঞাঃ A, an এবং the কে
Article বা পদাশ্রিত নির্দেশক বলে।
A, an এবং the এর উৎপত্তিঃ
ইংরেজি শব্দ One সংক্ষিপ্ত হয় “an” এবং
an সংক্ষিপ্ত হয়ে “a” হয়েছে। আবার ইংরেজি শব্দ that সংক্ষিপ্ত হয় “the” হয়েছে।
Article গুলোর অর্থ – An (একটি), a (একটি),
the (টি, টা, খানা, খানি)
Article এর প্রকারভেদঃ Article দুই প্রকার।
যথা –
Indefinite Article বা অনির্দিষ্ট – a,
an
Definite Article বা নির্দিষ্ট – the
নিম্নে Article এর
প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো –
Indefinite Article এর বর্ণনাঃ a ও an কে
Indefinite Article বলে। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে অনির্দিষ্টভাবে বুঝাতে
Indefinite Article ব্যবহৃত হয়। যেমন –
Maha is a good girl
He is an honest man.
উপরের বাক্যগুলোতে a এবং an হলো
Indefinite Article। অর্থগত দিক থেকে a এবং an এর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ব্যবহারের
দিক থেকে পার্থক্য রয়েছে। নিম্নে a এবং an এর পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ইনশাআল্লাহ্।
Definite Article এর বর্ণনাঃ the কে
Definite Article বলে। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বুঝাতে ‘the’ ব্যবহৃত
হয়। যেমন –
The water of this
pond is dirty.
Put the book on the table.
A এবং an এর সাধারণ ব্যবহারঃ
সাধারণত শব্দের শুরুতে Consonant (b, c,
d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z) থাকলে তার পূর্বে “a” এবং
Vowel (a, e, I, o, u) থাকলে তার পূর্বে an বসে। যেমন –
A boy, a pen, an apple, an orange ইত্যাদি।
A এবং an এর ব্যতিক্রম ব্যবহারঃ
⇘ শব্দের শুরুতে যদি ‘h’ থাকে এবং তা যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে “a” বসে কিন্তু ‘h’ এর উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে
তবে তার পূর্বে “an” বসে। যেমন –
H উচ্চারিত – a horse, a hotel.
H অনুচ্চারিত – an hour, an honest man
⇘ শব্দের শুরুতে যদি ‘o’ থাকে সাধারণত তার পূর্বে “an” বসবে কিন্তু ‘o’ এর উচ্চারণ যদি “ওয়া বা wa” এর মতো উচ্চারিত হয় তাহলে
তার পূর্বে “a” বসে। যেমন –
O উচ্চারিত –an orange, an old man, an
open field.
O অনুচ্চারিত – a one taka note, a once
famous poet, a one-eyed man.
⇘ শব্দের শুরুতে যদি ‘u’ থাকে এবং 'u' এর উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে তাহলে তার পূর্বে “an” বসবে কিন্তু ‘u’ এর উচ্চারণ যদি “ইউ বা ew/eu” এর মতো উচ্চারিত হয়
তাহলে তার পূর্বে “a” বসে। যেমন –
U অনুচ্চারিত – an umbrella, an ugly bird, an unknown man (এখানে U এর উচ্চারণ “আ’ এর মতো হয়েছে)
U উচ্চারিত – a university, a useful
metal, a uniform.
⇘ সংক্ষিপ্ত শব্দের (Abbreviation word) প্রথম
অক্ষর Consonant এর মতো উচ্চারিত হলে তার পূর্বে ‘a’ বসে এবং Vowel এর মতো উচ্চারিত
হলে তার পূর্বে ‘an’ বসে। যেমন –
Consonant: a BA, a BSc, a BCom.
Vowel: an MA, an LLB, an FRCS
⇘ শব্দের শুরুতে যদি ‘e’ থাকে তাহলে সাধারণত তার পূর্বে “an” বসবে কিন্তু ‘e’ এর উচ্চারণ যদি “ইউ বা ew/eu” এর মতো উচ্চারিত হয়
তাহলে তার পূর্বে “a” বসে। যেমন –
E উচ্চারিত – an egg, an ear.
E অনুচ্চারিত – a European, a ewe
A এবং an এর অন্যান্য ব্যবহারঃ
⇘ দুই বা ততোধিক Adjective একই বস্তু বা ব্যক্তিকে
Qualify করলে প্রথম Adjective এর পূর্বে a/an বসে। যেমন –
Maha wants a beautiful and yellow
flower.
⇘ এক জাতীয় সকলকে বুঝাতে Singular common
noun এর পূর্বে a/an বসে। যেমন –
A cow is a useful animal.
This is an urgent matter.
⇘ নির্দিষ্টি কোনো ব্যক্তিকে বা বস্তুকে না
বুঝিয়ে একটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় এমন Noun এর পূর্বে a/an বসে। যেমন –
He bought an ice-cream.
I live in a tiny room.
⇘ The same (একই), a certain (কোনো এক) ইত্যাদির
অর্থ প্রকাশ করতে Singular common noun এর পূর্বে a/an বসে। যেমন –
Criminals are of a (the same)
character.
There lived a (a certain) king.
⇘ কখনও কখনও Preposition “on” এর অর্থ প্রকাশ
করার জন্য a বসে। যেমন –
The hunter go to a hunting (a = on)
⇘ Plural Noun এর পূর্বে few, little, good
many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে a বসে। যেমন
–
He earns a lot of money.
There are a few oranges on the table.
⇘ Exclamation বুঝাতে what, how, such ইত্যাদির
পরে a/an বসে। যেমন –
What a nice bird!
How a useful plan it is!
Such a long queue.
⇘ Singular common noun এর পূর্বে quite,
many, rather, but, more not ব্যবহৃত হলে সে Noun এর পূর্বে a/an বসে। যেমন –
The crow is rather an ugly bird.
You are but a child.
⇘ Adjective এর পূর্বে so, too ইত্যাদি থাকলে
তাদের পূর্বে a/an বসে। যেমন –
Iron is so useful a metal.
This is too serious a matter for him to overlook.
⇘ তুলনা অর্থে Proper Noun যখন Common Noun
হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a/an বসে। যেমন –
Nelson Mandela is an Abraham Lincoln in
his ideals.
I see you are a Wordsworth.
⇘ Abstract Noun যখন Common Noun রুপে ব্যবহৃত
হয় তখন তার পূর্বে a/an বসে। যেমন –
Helen was a beauty.
⇘ Many এবং such এর পরে Singular common
noun ব্যবহৃত হলে তাদের পুর্বে a/an বসে। যেমন –
Many a flower blooms in spring.
Such a boy can shine in life.
Many a boy was present in the meeting.
⇘ দর (price), অনুপাত (ratio), গতিবেগ
(speed) ইত্যাদি প্রকাশ করতে a/an ব্যবহৃত হয়। যেমন –
Rice sells five taka a seer.
The car runs eighty kilometers an hour.
⇘ Mr/Mrs/Miss এর পূর্বে a/an বসে। যেমন –
A Mr. Habib called at office.
যেখানে a/an ব্যবহৃত হয় নাঃ
খাবারের পূর্বে a/an বসে না। তবে খাবারের
পূর্বে Adjective বসলে a/an বসে। যেমন –
Incorrect: We have a
breakfast at 6:00 am.
Correct: We have breakfast at 6:00 am.
Incorrect: We had good
breakfast yesterday.
Correct: We had a good breakfast
yesterday.
⇘ Plural Noun এর পূর্বে a/an বসে না। যেমন
– Rosses are beautiful.
⇘ Uncountable noun হিসেবে গণ্য advice,
information, news, baggage, luggage ইত্যাদি এর পূর্বে a/an বসে না। যেমন –
My teacher gave me good advice.
⇘ Water, milk, oil, ink, hydrogen, team,
paper ইত্যাদি Uncountable noun এর পূর্বে a/an বসে না। যেমন –
We write on paper.
Milk is nutritious food.
নোটঃ Uncountable noun এর সাথে পরিমাপ করা
যায় এমন শব্দ যোগ করা হলে এর পূর্বে a/an বসে। যেমন –
Give me a glass of water.
⇘ Abstract noun এর পূর্বে a/an বসে না। যেমন
–
Kindness is a great virtue.
Forgiveness is divine.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।