বনভোজন সম্পর্কে বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ

বনভোজন সম্পর্কে বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ

বনভোজন সম্পর্কে বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ

প্রিয় ‘ম’

পত্রের শুরুতে আমার আন্তরিক ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। তুমি জেনে আনন্দিত হবে যে গতকাল আমরা কয়েক বন্ধু মিলে বনভোজনে গিয়েছিলাম। সোনারগাঁকে আমরা এর জন্য নির্বাচন করেছিলাম। সকাল ১১টার দিকে আমরা মাইক্রো-বাস এ করে সেখানে পৌঁছিছিলাম। আমাদের বনভোজন স্থানটির চারপাশে লিচু বাগান ছিলো। ঐখানে পৌঁছে আমরা রান্নার আয়োজনে ব্যস্ত হই। আমরা পোলাও, চিকেন রোষ্ট ও খাসির মাংস রান্না করি। হাবিব ও মাহা রান্নার কাজটি সারছিল। আমরা অবশ্যই তাদের কাজে সহযোগিতা করছিলাম। বেলা ২টার দিকে আমাদের রান্না সমাপ্ত হলো। আমরা মজা করে খেলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এলাকাটি ঘুরে দেখলাম। আমরা সোনারাগাঁ জাদুঘর দেখে খুবই খুশি হলাম। বেলা ৫ টার দিকে আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিলাম এবং নিরাপদে বাড়ি ফিরলাম। 

এভাবেই আমাদের বনভোজন সমাপ্ত হলো। আজ আর নয়। তোমার পিতা মাতাকে আমার সালাম দিও।

তোমারই

‘এ’

2 comments

  1. Real Life Bangla Stories
    Real Life Bangla Stories
    খুব সুন্দর হয়েছে।
    1. AHSHAN HABIB
      AHSHAN HABIB
      ধন্যবাদ

Support Us