প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation of Sentence’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে “How to change Compound into Complex sentence বা কীভাবে Compound বাক্যকে Complex বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Compound থেকে Complex এ পরিবর্তনের নিয়ম –
Rule 1: And যুক্ত Compound Sentence এর একটি
অংশ যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে, তবে Compound কে Complex করার সময় –
প্রথমে Since/as/when বসে + প্রথম বাক্যটি
বসে + and এর পরিবর্তে কমা (,) বসে + দ্বিতীয় বাক্যটি বসে। যেমন –
Compound: The dog lay close to him and
found a comfort there.
Complex: When the dog lay close to him,
it found comfort there.
Compound: I paid the bill and I had no
money in my pocket.
Complex: Since I paid the bill, I had
no money in my pocket.
নোটঃ কারণ বুঝালে Since/as এবং সময় বুঝালে when বসে।
কিন্তু প্রথম Clause টি শর্ত বুঝালে
Compound কে Complex করার সময় –
প্রথমে if বসে + Subject বসে + প্রথম
Clause টির বাকি অংশ বসে + And এর পরিবর্তে কমা (,) বসে + দ্বিতিয় Cluase টি অপরিবর্তিত
থাকে। যেমন –
Compound: Work hard and you will shine
in life.
Complex: if you work hard, you will
shine in life.
Rule 2: But যুক্ত Compound কে Complex করার
সময় –
প্রথমে Though / although বসে + প্রথম বাক্যটি
বসে + but এর পরিবর্তে কমা (,) বসে + দ্বিতীয় Clause টি বসে। যেমন –
Compound: He ran fast but could not get
the train.
Complex: Though he ran fast, he could
not get the train.
Compound: He worked hard but could not
succeed in life.
Complex: Though he worked hard, he
could not succeed in life.
Rule 3: Or যুক্ত Compound কে Complex করার
সময় –
প্রথমে if বসে + Subject বসে + do not বসে
+ প্রথম Clause টি বসে + কমা (,) বসে + দ্বিতীয় Clause টি বসে । যেমন –
Compound: Work hard or you cannot
prosper in life.
Complex: If you do not work hard, you
cannot prosper in life.
Compound: Move or you will die.
Complex: If you do not move, you will
die.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।