প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation of Sentence’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে “How to change Compound into Simple sentence বা কীভাবে Compound বাক্যকে Simple বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Compound থেকে Simple এ পরিবর্তনের নিয়ম –
Rule 1: And/but যুক্ত Compound Sentence
এর উভয় অংশের Subject যদি এক হয় তাহলে তাকে Simple করতে হলে –
প্রথম অংশের Verb এর সাথে ing যোগ করতে হয়
+ মূল Verb এর পরের অংশ বসে + and / but এর পরিবর্তে কমা (,) বসে + প্রথম অংশের
Subject টি বসে + বাকি অংশ বসে। যেমন –
Compound: I went to market and bought a
shirt.
Simple:
Going to the market, I bought a shirt.
Rule 2: And/but যুক্ত Compound Sentence
এর উভয় অংশের Subject যদি ভিন্ন হয় তাহলে তাকে Simple করতে হলে –
প্রথম অংশের am/is/are/was/were এর পরিবর্তে
being বসে এবং have/has এর পরিবর্তে having বসে + and এর পরিবর্তে কমা (,) বসে + বাকি
অংশ অপরিবর্তিত থাকে। যেমন –
Compound: The sun had set and we returned
home.
Simple: The sun having set, we returned
home.
Rule 3: Or যুক্ত Compound sentence কে
Simple করার সময় –
প্রথমে without বসে + প্রথম বাক্যের মূল
verb এর সাথে ing যোগ করতে হয় + মূল verb এর পরের অংশ বসে + or এর পরিবর্তে কমা
(,) বসে + বাকি অংশ অপরিবর্তিত থাকে। যেমন –
Compound: Work hard or you will not
prosper in life.
Simple: Without working hard, you will
not prosper in life.
Compound: Walk fast or you cannot get
the train.
Simple: Without walking fast, you
cannot get the train.
Rule 4: But যুক্ত Compound sentence কে
Simple করার সময় –
প্রথমে in spite of বসে + প্রথম বাক্যের
Subject এর Possessive form বসে + প্রথম অংশের am/is/are/was/were এর পরিবর্তে
being বসে এবং have/has/had এর পরিবর্তে having বসে বা প্রথম বাক্যের মূল Verb এর সাথে
ing বসে + but এর পরিবর্তে কমা (,) বসে + বাকি অংশ বসে। যেমন –
Compound: He is ill but he can run fast
Simple: In spite of his being ill, he
can run fast.
Rule 5: And যুক্ত Compound Sentence এর উভয়
অংশের Subject যদি এক হলে এবং এর একটি অংশ কারণ বুঝালে তাকে Simple করার সময় –
প্রথমে Because of বসে + প্রথম বাক্যের
Subject এর Possessive form বসে + am/is/are/was/were এর পরিবর্তে being বসে এবং
have/has/had এর পরিবর্তে having বসে বা প্রথম বাক্যের মূল Verb এর সাথে ing বসে +
প্রথম sentence এর বাকি অংশ বসে + and এর পরিবর্তে কমা (,) বসে + দ্বিতীয় অংশটি বসে।
যেমন –
Compound: He has much money and he can buy a car.
Simple: Because of his having much
money, he can buy a car.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।