Simple বাক্যকে Complex বাক্যে পরিবর্তন করার নিয়ম


প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation of Sentence’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে “How to Change From Simple into Complex Sentence বা কীভাবে Simple বাক্য থেকে Complex বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Simple বাক্যকে Complex বাক্যে পরিবর্তন করার নিয়ম

Simple থেকে Complex এ পরিবর্তনের নিয়ম –


Rule 1: Present participle যুক্ত Simple sentence কে Complex sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ দ্বিতীয় অংশ অনুযায়ী প্রথম অংশের Tense পরিবর্তিত হয় + দুবাক্যের মাঝে কমা (,) বসে + প্রথমে Since/as/when বসে (প্রথম অংশ দ্বারা কারণ বুঝালে Since/as বসে এবং সময় বুঝালে when বসে)। + বাকি অংশ অপরিবর্তিত বসে। যেমন –

Simple: Closing the door, I went back to work.

Complex: When I closed the door, I went back to work.



Rule 2: Too + to যুক্ত Simple sentence কে Complex sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Too এর পরিবর্তে so বসে এবং to এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হয় না + to এর পরিবর্তে that বসে + প্রথম Subject পুনরায় বসে + Tense অনুযায়ী Cannot/ Could not বসে + বাকি অংশ বসে। যেমন –

Simple: He is too weak to move.

Complex: He is so weak that he cannot move.

 


Rule 3: উদ্দেশ্যমূলক Simple sentence কে Complex sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ প্রদত্ত বাক্যের প্রথম থেকে to এর পূর্ব পর্যন্ত বসে + to এর পরিবর্তে so that বসে + পুনরায় প্রথম Subject এর Pronoun বসে + Tense অনুযায়ী May/might/can/could বসে (Present tense এর ক্ষেত্রে may/can এবং Past tense এর ক্ষেত্রে might/could বসে) + To এর পরের অংশ বসে। যেমন –

Simple: He works hard to shine in life.

Complex: He works hard so that he may shine in life.

 


Rule 4: Inspite of / Because of যুক্ত Simple sentence কে Complex sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Inspite of থাকলে Though/Although বসে এবং Because of থাকলে Since বসে + Subject বসে + Verb বসে + Adjective বসে + কমা (,) বসে + বাকি অংশ বসে। যেমন –

Simple: Inspite of his being healthy, he is lazy.

Complex: Though he is healthy, he is lazy.

Simple: Because of my illness, I could not join the meeting.

Complex: Since I was ill, I could not join the meeting.



Rule 5: Subject + verb + Object + Present participle যুক্ত Simple sentence কে Complex sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ প্রথমে Subject + verb + object বসে + Object এর Relative Pronoun বসে + Tense অনুযায়ী Be Verb বসে + Present participle যুক্ত বাকি অংশ বসে। যেমন –

Simple:  I saw a bird flying.

Complex: I saw a bird that was flying.


তবে Pronominal Object (me, us, you, him, them, her) থাকলে তবে তার গঠন নিম্নরূপ –

গঠনপ্রণালীঃ Subject + Verb + That/when + Object এর Subjective form + Tense অনুযায়ী Be verb + Present participle যুক্ত বাকি অংশ বসে। যেমন –

Simple: I saw him reading.

Complex: I saw that he was reading.

Or, I saw him when he was reading.

 


Rule 6: Subject + verb + adjective + noun যুক্ত Simple sentence কে Complex sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Subject + verb + noun + Noun এর Relative pronoun বসে + Tense ও Noun অনুযায়ী Be verb বসে + Adjective বসে। যেমন –

Simple: I saw a lame man.

Complex: I saw a man who was lame.

তবে Adjective টি Subject কে qualify করলে তবে তার গঠন নিম্নরূপ –

গঠনপ্রণালীঃ It + Tense অনুযায়ী Be verb বসে + Subject বসে + Subject এর Relative pronoun বসে + Verb + Adjective বসে । যেমন –

Simple: Work is worship.

Complex: It is work that is worship.

Simple: He is a good student.

Complex: It is he who is a good student.

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment