Simple বাক্যকে Compound বাক্যে পরিবর্তন করার নিয়ম


প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation of Sentence’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে “How to Change From Simple into Compound Sentence বা কীভাবে Simple বাক্য থেকে Compound বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


 

Simple বাক্যকে Compound বাক্যে পরিবর্তন করার নিয়ম

Simple থেকে Compound এ পরিবর্তনের নিয়ম –

Rule 1: Present participle যুক্ত Simple sentence কে Compound sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ দ্বিতীয় অংশের Subject প্রথমে বসে + দ্বিতীয় অংশের Tense অনুযায়ী প্রথম অংশের Tense গঠন করতে হয় + কমা এর পরিবর্তে and বসে + বাকি অংশ অপরিবর্তিত বসে। যেমন –

Simple: Coming home, he began to read.

Compound: He came home and began to read.



Rule 2: Too + to যুক্ত Simple sentence কে Compound sentence করার নিয়ম –

গঠনপ্রণালীঃ Too এর পরিবর্তে very বসে + to এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকে + to উঠে গিয়ে and বসে + পুনরায় subject বসে + Tense অনুযায়ী Cannot/could not বসে + to এর পরের অংশ বসে । যেমন –

Simple: He is too weak to walk.

Compound: He is very weak and he cannot walk.

Simple: He is too poor to build a house.

Compound: He is very poor and he cannot build a house.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

 

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment