Degree কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Comparison of Adjectives বা Degrees of Adjectives’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Degree কাকে বলে ?, Degree কত প্রকার ও কি কি , Degree এর উদাহরণসহ বর্ণনা, Comparison of Adjectives, Adjectives, Parts of Speech


Comparison of Adjectives এর সংজ্ঞাঃ কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অপর এক বা একাধিক বস্তুর তুলনা করতে Adjective এর রুপের যে পরিবর্তন ঘটে তাকে Comparison of Adjectives বা বিশেষণের তুলনা বলে।


Comparison of Adjectives এর প্রকারভেদঃ Comparison of Adjectives তিন প্রকার। যথা –

  • Positive Degree
  • Comparative Degree
  • Superlative Degree

 

Positive Degree এর বর্ণনাঃ যখন Adjective এর কোনো প্রকার তুলনা না বুঝিয়ে স্বাভাবিক অবস্থা বা গুণ প্রকাশ পায় তাকে Positive Degree বলে। যেমন –

He is a strong boy.

Maha is beautiful.

Shanzida is a very good student.


Comparative Degree এর বর্ণনাঃ যখন কোনো Adjective কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অপর এক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণের তুলনা বুঝায় তখন তাকে Comparative Degree বলে। যেমন –

Maha is nicer than Shanzida.

Sumaiya is more intelligent than I.

নোটঃ Comparative Degree এর Adjective এর পর than বসে।

 

Superlative Degree এর বর্ণনাঃ যখন কোনো Adjective কোনো ব্যক্তি বা বস্তুর সাথে দুইয়ের অধিক অপর ব্যক্তি বা বস্তুর দোষ ও গুণের তুলনা বুঝায় তখন তাকে Superlative Degree বলে। যেমন –

Maha is the best girl in the class.

He works the hardest in the village.

Of my friends, he is the oldest.

He has won the first place.

নোটঃ Superlative এর আগে the বসে। যাদের মধ্যে তুলনা করা হয় তাদের নামের আগে of এবং কোনো স্থান নির্দিষ্ট করে বুঝালে তার নামের আগে in বসে।

 

 

Degree পরিবর্তনের নিয়ম –

Positive Degree তে Adjective এর রূপের কোনো পরিবর্তন হয় না। কিন্তু Comparative ও Superlative Degree করার জন্য কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে। নিম্নে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো –

 

Rule 1: সাধারণত Positive এর সাথে “er” যুক্ত করে Comparative এবং “est” যোগ করে Superlative Degree করা হয়। যেমন –

Positive

Comparative

Superlative

Bold

Bolder

Boldest

Long

Longer

Longest

Dear

Dearer

Dearest

Poor

Poorer

Poorest

Rich

Richer

Richest

Strong

Stronger

Strongest

Sweet

Sweeter

Sweetest

 

Rule 2: যেসকল Adjective এর শেষে e থাকে তাদের শেষে “r” যোগ করে Comparative এবং “st” যোগ করে Superlative degree করতে হয়। যেমন –

Positive

Comparative

Superlative

Able

Abler

Ablest

Close

Closer

Closest

Fine

Finer

Finest

True

Truer

Truest

Nice

Nicer

Nicest

Ripe

Riper

Ripest

Wise

Wiser

Wisest

 

Rule 3: Adjective এর Positive form এর শেষে y থাকলে এবং y এর আগে যদি Consonant থাকে তবে y এর স্থলে ‘i’ বসিয়ে যথাক্রমে “er” যোগ করে Comparative এবং “est” যোগ করে Superlative degree করতে হয়। যেমন –

Positive

Comparative

Superlative

Easy

Easier

Easiest

Greedy

Greedier

Greediest

Happy

Happier

Happiest

Lazy

Lazier

Laziest

Lovely

Lovelier

Loveliest

Dry

Drier

Driest

Healthy

Healthier

Healthiest

 

Rule 4: Positive degree এর শেষে যদি একটি মাত্র Consonant এবং তার পূর্বে যদি একটিমাত্র Vowel থাকে তবে উক্ত Consonant টিকে Double (দ্বিত্ব) করে এর সাথে “er” যোগ করে Comparative এবং “est” যোগ করে Superlative করতে হয়। যেমন –

Positive

Comparative

Superlative

Sad

Sadder

Saddest

Big

Bigger

Biggest

Fat

Fatter

Fattest

Hot

Hotter

Hottest

Fit

Fitter

Fittest

Thin

Thinner

Thinnest

Fit

Fitter

Fittest

 

নোটঃ Adjective এর শেষে দুটি Consonant বা শেষের Consonant এর পূর্বে দুটি Vowel থাকলে Adjectieve এর শেষে যথারীতি ‘er’ যোগ করে Comparative এবং ‘est’ যোগ করে Superlative করতে হয়। যেমন –

Positive

Comparative

Superlative

Broad

Broader

Broadest

Thick

Thicker

Thickest

 

Rule 5: Adjective যদি দুই বা ততোধিক Syllable বিশিষ্ট হয় তাহলে তার পূর্বে অধিক অর্থে more বা most এবং কম অর্থে less বা least বসিয়ে যথাক্রমে Comparative ও Superlative করতে হয়। যেমন –

Positive

Comparative

Superlative

Active

More active

Less active

Most active

Least active

Beautiful

More beautiful

Less beautiful

Most beautiful

Least beautiful

Unhappy

More unhappy

Less unhappy

Most unhappy

Least unhappy

Famous

More famous

Less famous

Most famous

Least famous

Surprising

More surprising

Less surprising

Most surprising

Least surprising

Painful

More painful

Less painful

Most painful

Least painful

Obedient

More obedient

Less obedient

Most obedient

Least obedient

 

Rule 6: কতগুলো Positive form এর Comparative ও Superlative গঠনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেমন –

Positive

Comparative

Superlative

Good, well

Better

Best

Bad, evil, ill

Worse

Worst

Little

Less

Least

Much, many

More

Most

Fore

Former

Foremost

In

inner

Inmost

Innermost

Near

Nearer

Next

Nearest

Out

Utter

Outer

Utmost

Up

Upper

Upmost

Uppermost

 

নোটঃ Complete, false, supreme, extreme, unique, universal, final প্রভৃতি Adjective দ্বারা Superlative ভাব প্রকাশ পায় বলে এদের পূর্বে more বা most বসে না।


 Degree এর সাধারণ ব্যবহার উদাহরণসহ বর্ণনা।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment