প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো
আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের
‘Comparison of Adjectives বা Degrees of Adjectives’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Comparison of Adjectives এর সংজ্ঞাঃ কোনো
ব্যক্তি বা বস্তুর সাথে অপর এক বা একাধিক বস্তুর তুলনা করতে Adjective এর রুপের যে
পরিবর্তন ঘটে তাকে Comparison of Adjectives
বা বিশেষণের তুলনা বলে।
Comparison of Adjectives এর প্রকারভেদঃ
Comparison of Adjectives তিন প্রকার। যথা –
- Positive Degree
- Comparative Degree
- Superlative Degree
Positive Degree এর বর্ণনাঃ যখন
Adjective এর কোনো প্রকার তুলনা না বুঝিয়ে স্বাভাবিক অবস্থা বা গুণ প্রকাশ পায় তাকে
Positive Degree বলে। যেমন –
He is a strong boy.
Maha is beautiful.
Shanzida is a very good student.
Comparative Degree এর বর্ণনাঃ যখন কোনো
Adjective কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অপর এক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণের তুলনা
বুঝায় তখন তাকে Comparative Degree বলে। যেমন –
Maha is nicer than Shanzida.
Sumaiya is more intelligent than I.
নোটঃ Comparative Degree এর Adjective এর
পর than বসে।
Superlative Degree এর বর্ণনাঃ যখন কোনো
Adjective কোনো ব্যক্তি বা বস্তুর সাথে দুইয়ের অধিক অপর ব্যক্তি বা বস্তুর দোষ ও গুণের
তুলনা বুঝায় তখন তাকে Superlative Degree বলে। যেমন –
Maha is the best girl in the class.
He works the hardest in the village.
Of my friends, he is the oldest.
He has won the first place.
নোটঃ Superlative এর আগে the বসে। যাদের মধ্যে
তুলনা করা হয় তাদের নামের আগে of এবং কোনো স্থান নির্দিষ্ট করে বুঝালে তার নামের আগে
in বসে।
Degree পরিবর্তনের নিয়ম –
Positive Degree তে Adjective এর রূপের কোনো
পরিবর্তন হয় না। কিন্তু Comparative ও Superlative Degree করার জন্য কতকগুলো সুনির্দিষ্ট
নিয়ম আছে। নিম্নে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো –
Rule 1: সাধারণত Positive এর সাথে “er” যুক্ত
করে Comparative এবং “est” যোগ করে Superlative Degree করা হয়। যেমন –
Positive |
Comparative |
Superlative |
Bold |
Bolder |
Boldest |
Long |
Longer |
Longest |
Dear |
Dearer |
Dearest |
Poor |
Poorer |
Poorest |
Rich |
Richer |
Richest |
Strong |
Stronger |
Strongest |
Sweet |
Sweeter |
Sweetest |
Rule 2: যেসকল Adjective এর শেষে e থাকে তাদের
শেষে “r” যোগ করে Comparative এবং “st” যোগ করে Superlative degree করতে হয়। যেমন
–
Positive |
Comparative |
Superlative |
Able |
Abler |
Ablest |
Close |
Closer |
Closest |
Fine |
Finer |
Finest |
True |
Truer |
Truest |
Nice |
Nicer |
Nicest |
Ripe |
Riper |
Ripest |
Wise |
Wiser |
Wisest |
Rule 3: Adjective এর Positive form এর শেষে
y থাকলে এবং y এর আগে যদি Consonant থাকে তবে y এর স্থলে ‘i’ বসিয়ে যথাক্রমে “er” যোগ
করে Comparative এবং “est” যোগ করে Superlative degree করতে হয়। যেমন –
Positive |
Comparative |
Superlative |
Easy |
Easier |
Easiest |
Greedy |
Greedier |
Greediest |
Happy |
Happier |
Happiest |
Lazy |
Lazier |
Laziest
|
Lovely |
Lovelier |
Loveliest |
Dry |
Drier |
Driest |
Healthy |
Healthier |
Healthiest |
Rule 4: Positive degree এর শেষে যদি একটি
মাত্র Consonant এবং তার পূর্বে যদি একটিমাত্র Vowel থাকে তবে উক্ত Consonant টিকে
Double (দ্বিত্ব) করে এর সাথে “er” যোগ করে Comparative এবং “est” যোগ করে
Superlative করতে হয়। যেমন –
Positive |
Comparative |
Superlative |
Sad |
Sadder |
Saddest |
Big |
Bigger |
Biggest |
Fat |
Fatter |
Fattest |
Hot |
Hotter |
Hottest |
Fit |
Fitter |
Fittest |
Thin |
Thinner |
Thinnest |
Fit |
Fitter |
Fittest |
নোটঃ Adjective এর শেষে দুটি Consonant বা
শেষের Consonant এর পূর্বে দুটি Vowel থাকলে Adjectieve এর শেষে যথারীতি ‘er’ যোগ করে
Comparative এবং ‘est’ যোগ করে Superlative করতে হয়। যেমন –
Positive |
Comparative |
Superlative |
Broad |
Broader |
Broadest |
Thick |
Thicker
|
Thickest
|
Rule 5: Adjective যদি দুই বা ততোধিক
Syllable বিশিষ্ট হয় তাহলে তার পূর্বে অধিক অর্থে more বা most এবং কম অর্থে less বা
least বসিয়ে যথাক্রমে Comparative ও Superlative করতে হয়। যেমন –
Positive |
Comparative |
Superlative |
Active |
More active Less active |
Most active Least active |
Beautiful |
More
beautiful Less
beautiful |
Most
beautiful Least
beautiful |
Unhappy |
More unhappy Less unhappy |
Most unhappy Least unhappy |
Famous |
More
famous Less
famous |
Most
famous Least
famous |
Surprising |
More surprising Less surprising |
Most surprising Least surprising |
Painful |
More
painful Less
painful |
Most
painful Least
painful |
Obedient |
More obedient Less obedient |
Most obedient Least obedient |
Rule 6: কতগুলো Positive form এর
Comparative ও Superlative গঠনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেমন –
Positive |
Comparative |
Superlative |
Good, well |
Better |
Best |
Bad, evil, ill |
Worse |
Worst |
Little |
Less |
Least |
Much, many |
More
|
Most
|
Fore |
Former |
Foremost |
In |
inner |
Inmost Innermost
|
Near |
Nearer |
Next Nearest |
Out |
Utter Outer
|
Utmost
|
Up |
Upper |
Upmost Uppermost |
নোটঃ Complete, false, supreme, extreme, unique, universal, final প্রভৃতি Adjective দ্বারা Superlative ভাব প্রকাশ পায় বলে এদের পূর্বে more বা most বসে না।
⇘ Degree এর সাধারণ ব্যবহার উদাহরণসহ বর্ণনা।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।