Complex Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে Complex Sentence বা জটিল বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Complex Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা

আরও জানুন,

 

Complex Sentence এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যে Sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Sub-ordinate clause থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে।

উদাহরণঃ

If I can managed money I shall repay the loan

If I can managed money (যদি টাকা জোগাড় করতে পারি) I shall repay the loan (আমি ঋণ শোধ করবো)

 

উদাহরণ বিশ্লেষণঃ বাক্যে If I can managed money – যদি টাকা জোগাড় করতে পারি । কিন্তু এর দ্বারা কোন পরিপূর্ণ অর্থবোধক বাক্য গঠন করতে পারে না। কেননা এখানে ‘যদি টাকা জোগাড় করতে পারি’ তাহলে কি হবে? বা কেন? এমন প্রশ্ন রয়ে যায় এবং তার উত্তর এর মধ্যে নেই। কিন্তু যখন বলা হবে ‘I shall repay the loan – আমি ঋণ শোধ করবো’ তাহলেই বাক্যের প্রথম অংশ উত্তর পাওয়া যায় এবং পরিপূর্ণ বাক্য গঠিত হয়। তাহলে বলা যায়, ‘If I can managed money – যদি টাকা জোগাড় করতে পারি’ এই অংশটুকু নিজের অর্থকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে ‘I shall repay the loan – আমি ঋণ শোধ করবো’ এই Clause এর উপরে নির্ভরশীল হতে হয়। তাই এই নির্ভরশীল Clause টিকে Subordinate / Dependent Clause বলে।

অন্যদিকে, উপরের বাক্যের দ্বিতীয় অংশে I shall repay the loan - আমি ঋণ শোধ করবো এই বাক্যটি তার নিজস্ব ভাব কোনো Clause এর উপরে নির্ভরশীল না হয়ে প্রকাশ করতে পারে। সুতরাং এই বাক্যে I shall repay the loan হলো Principal Clause বা Main Clause।


নিম্নে Complex sentence এর গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হলো –


Remember:

SC => Sub-ordinate Clause.

PC => Principal Clause.


As I was ill (SC) I could not go to college (PC).

Since I was ill (SC) I could not attend the meeting (PC).

He asked me (PC) if I would go with him (SC).

Though he is poor (SC) he is honest (PC)

I want such a girl (PC) as will be honest (SC)

 

Complex sentence এর সাধারণ গঠন –

 Structure 1: Be + adjective + that + clause.

 Structure 2: As/because/since/for.

 Structure 3: If + present + present.

 Structure 4: if + present + future.

 Structure 5: That / so that.

 Structure 6: So-that.

 Structure 7: Though / although.

 Structure 8: Who, whom, whose, which, what, when, where, how, that.


নোটঃ যে কোনো Subordinate clause এর শুরুতে who, whom, whose, which, what, when, where, how, that, if, whether, because, as, though, although, until, unless, before, since, so that, till, after. ইত্যাদি Conjunctional word থাকে। এসব word কখনো কখনো বাক্যের মাঝেও বসে।

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment