পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটি পত্র

এসএসসি/এইসএসসি/ডিগ্রি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটি পত্র


প্রিয় ‘ম’

তোমার ১০ তারিখে প্রেরিত চিঠিটি এখন আমার হাতে। এসএসসি/এইসএসসি/ডিগ্রি পরীক্ষায় তোমার চমৎকার ফলাফলের জন্য আমার আনন্দ প্রকাশ করার মতো ভাষা জানা নেই। আমরা তোমার ব্যাপারে নিশ্চিত ছিলাম। তোমার ফলাফল শুনে বাবা-মাও খুব খুশি হয়েছেন। আমরা এ রকমটিই আশা করেছিলাম এবং আমাদের আশা পূর্ণ হয়েছে। এজন্য আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ কর। সৃষ্টিকর্তা তোমার পরবর্তী পরীক্ষাগুলোতেও যেন দয়া করে।

আজ আর নয়

তোমারই প্রিয় বন্ধু

‘এ’

Post a Comment

Support Us