পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য সহানুভূতি জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য সহানুভূতি জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।


পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য সহানুভূতি জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ

মনোহরপুর, কচুয়া–৩৬৩০

অক্টোবর ৮, ২০২৩

প্রিয় ‘ম’

 

আমি আশা করি ভালো আছ। কয়েকদিন পূর্বে আমি তোমার ছোট ভাইয়ের লেখা একটি চিঠি পেয়েছি। চিঠি পড়ে আমি তোমার পরীক্ষার ফলাফলা জানলাম। তোমার দুঃখে আমি তোমাকে সহানুভূতি জানাচ্ছি।

প্রিয় বন্ধু, তুমি জানো যে, জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের নানা রকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের এগিয়ে যেতে হয়। একটা প্রবাদ বাক্য আছে, “ব্যর্থতাই সফলতার স্তম্ভ”। যদি তুমি নিরাশ হও, তাহলে ভবিষ্যতের জীবন আরো কঠিন হবে। তাই বাস্তবতাকে মেনে নিয়ে অধিকতর ভালো প্রস্তুতি নিয়ে পরবর্তী পরিক্ষায় অংশগ্রহণ করাই উত্তম। আমি জানি, যদিও তুমি আনেক ভালো ছাত্র, দুর্ভাগ্যক্রমে তুমি পরিক্ষায় ফেল করেছ। আমি আশা করি এবার পরিক্ষায় তুমি সফল হবে।

আজ আর নয়। যত তাড়াতাড়ি সম্ভব চিঠি দিও।

তোমারই বন্ধু

‘এ’

Post a Comment

Support Us