ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ।
বাংলাবাজার,
ঢাকা
০২-০৩-২০২৩
ইং
সুপ্রিয়
‘ম’
দীর্ঘদিন
যাবৎ তোমার কোন পত্র পাই না। আশা করি সর্বশক্তিমান আল্লাহ্র অনুগ্রহে ভালো আছো। তুমি
জেনে খুশি হবে, আমি তিন বন্ধুসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয় বেড়াতে গিয়েছিলাম। এটি একটি
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। আজ আমাদের পরিদর্শন সম্পর্কে তোমাকে লিখছি। আমরা ১৫ মার্চ
সোনারগাঁয়ের উদ্দেশ্য যাত্রা করি। সোনারগাঁয়ের গেটে পৌঁছেই আমরা একটি ছোট একটি পুকুর
দেখতে পাই। পুকুরের পাড়ে রয়েছে জয়নুল আবেদেনির ভাস্কর্য। এরপর আমরা মাঠ অতিক্রম করি
এবং ব্রিজের উপর দিয়ে ছোট ছোট খাল অতিক্রম করি। এটি একটা চমৎকার দৃশ্য, একটি আনন্দময়
মুহূর্ত। তুমি তো জানো এটি একটি প্রত্নতত্ত্ব যাদুঘর। আমরা এটি পরিদর্শন করি। পুরনো
বন্দুক, তলোয়ার ও প্রাচীন আমলের শাসকদের ব্যবহৃত আসবাবপত্র দেখি। এখানে হস্তশিল্প যাদুঘরও
রয়েছে। সেদিন সেখানে মেলা বসেছিল। এটি গ্রামীণ উৎপাদন ও কর্ম সেখানে বিভিন্ন শ্রেণির
মানুষ ভিড় জমায়। প্রাচীন আমলের প্রাসাদসমূহ ও ঐতিহ্যবাহী জিনিসসমূহ রয়েছে। আমরা সেখানে
খেলাধুলাও করি। বিকালের দিকে আমরা বাড়ির উদ্দেশ্য রওয়ানা হই।
আজ
এ পর্যন্তই। তোমার জবাবের প্রতীক্ষায় রইলাম। তোমার বাবা-মাকে আমার শ্রদ্ধা ও ছোটদের
আদর দিও।
তোমারই
‘এ’