ধূমপানের কুফল বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লেখ

ধূমপানের কুফল বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লেখ।

ধূমপানের কুফল বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লেখ।

কচুয়া, মনোহরপুর-৩৬৩০

৪ মার্চ ২০২৩

প্রিয় ‘এ’

গত পরশু তোমার চিঠি পেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চিঠিতে তুমি ধূমপানের ক্ষতিকর দিকগুলো জানতে চেয়েছ। সবাই জানে যে, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা অনেক রোগের সৃষ্টি করে। তাছাড়াও যখন কোনো ধূমপায়ী অধূমপায়ীদের সামনে ধূমপান করে তখন তারা বিব্রতবোধ করেন। একজন ধূমপায়ী শুধু নিজের ক্ষতি করে না অন্যেরও ক্ষতি করে। একজন ধূমপায়ী ধূমপান করে অনেক টাকা খরচ করে অথচ সেই টাকা সে অন্য কোনো গঠনমূলক কাজে ব্যয় করতে পারতো। এটা প্রমাণিত সত্য যে, ধূমপানের কারণে অনেক লোককে মৃত্যুবরণ করতে হয়। তাই ধূমপান থেকে সরে থাকাই আমাদের জন্য অত্যন্ত ভালো।

আজ আর নয়। যত তাড়াতাড়ি সম্ভব পত্র দিও।


তোমার প্রিয় বন্ধু

‘ম’

Post a Comment

Support Us