একটি বিজ্ঞান মেলা পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ।
যাত্রাবাড়ী,
ঢাকা
০৩-০৩-২০২৩
ইং
সুপ্রিয়
‘মাহা’
তোমার
চিঠির জন্য ধন্যবাদ। সম্প্রতি আমার একটি বিজ্ঞান মেলা পরিদর্শনের অভিজ্ঞতা হয়েছে। আজ
আমি তোমাকে মেলাটি পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে জানাচ্ছি। জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে
ঢাকা সায়েন্স মিউজিয়ামের উদ্যোগে মেলা আয়োজিত হয়। আমি তা দেখে মুগ্ধ হই। প্রথমে আমি
তরুণ কারিগরদের আবিষ্কৃত কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেখি। এরপর আমি জাহাজ, বিমান, মটরকার,
ট্রেন, সাবমেরিন প্রভৃতির মডেল দেখি। বিভিন্ন ধরনের পাটজাত দ্রব্যসামগ্রী মেলায় বিশেষ
স্থান অধিকার করে। তাছাড়া হাঁস-মুরগি ও মাছের খামারের কতিপয় প্রকল্পও মেলায় প্রদর্শিত
হয়। কিন্তু বিজ্ঞান বিভাগের এক তরুণ ছাত্রের উদ্ভাবিত একটি মাইক্রোস্কোপ আমাকে অভিভূত
করে। সবশেষে, গণমানুষের মাঝে বৈজ্ঞানিক জ্ঞানের প্রসারে আয়োজকদের ভূমিকা আমাকে মুগ্ধ
করে। বিজ্ঞান মেলার এক বিরাট শিক্ষামূলক গুরুত্ব রয়েছে। আমি বিজ্ঞান মেলায় তিন ঘণ্টা
সময় কাটাই এবং অনেক নতুন বিষয় জানতে পারি। আনন্দ ও বিস্ময়ের অনুভূতি নিয়ে আমি মেলা
থেকে ফিরি। আজ আর নয়। ভালোবাসা ও কল্যাণ কামনায়।
তোমারই
‘হাবিব’