নিরক্ষরতা দূরীকরণে অংশগ্রহণ করতে উৎসাহিত করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ।
২৬
মিরপুর রোড, ঢাকা
মার্চ
২৬, ২০২৩
প্রিয়
‘এ’
ভালোবাসা
নিও। আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো। আমি জানি তুমি লেখাপড়া নিয়ে অত্যন্ত ব্যস্ত।
কিন্তু বন্ধু, আজ তোমার লেখাপড়ার সাথে সাথে কিছু সামাজিক কাজ করার জন্য আমি তোমাকে
অনুপ্রাণিত করছি। তুমি জানো বাংলাদেশের গ্রামে বসবাসকারী শতকরা ৮০ ভাগ লোক অশিক্ষিত।
সেজন্য আমরা গরিব, যদিও আমাদের দেশ বেশ প্রাকৃতিক সম্পদে ধনী। নিরক্ষরতা আমাদের দারিদ্যের
কারণ। নিরক্ষরতার এই অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে ছাত্র সমাজ বিরাট ভূমিকা পালন করতে
পারে।
তুমি
তোমার গ্রামের বন্ধুদের সাথে নিয়ে একটি নৈশ বিদ্যালয় খুলে যুবক ও প্রবীণ নিরক্ষরদের
শিক্ষা দান করতে পারো। যাদি ছাত্র সমাজ গ্রামে গ্রামে নৈশ বিদ্যালয় খুলে এবং নিরক্ষরদের
শিক্ষা দেওয়া হয় তবে বাংলাদেশ থেকে নিরক্ষরতার অবিশাপ মুছে যেত।
আশা
করি তোমার সময় ও শক্তি একটা অংশ এই সামাজিক কাজে ব্যয় করবে।
শুভ
কামনায়
তোমার
প্রিয়
‘ম’