তুমি কেন ওয়াদা রক্ষা করতে পারনি তা ব্যাখ্যা করে তোমার বন্ধু নিকট একটি চিঠি লেখ

তুমি কেন ওয়াদা রক্ষা করতে পারনিঃ তোমাকে না জানিয়ে আমার অনুপস্থিতিতে তুমি না জানি কতইনা দুশ্চিন্তা করেছ এতে আমি অনুশোচনাবোধ করছি। মাহা বিশ্বাস কর

তুমি কেন ওয়াদা রক্ষা করতে পারনি তা ব্যাখ্যা করে তোমার বন্ধু মাহার নিকট একটি চিঠি লেখ।

তুমি কেন ওয়াদা রক্ষা করতে পারনি তা ব্যাখ্যা করে তোমার বন্ধু নিকট একটি চিঠি লেখ


চাঁদপুর

২০ মে ২০২৩

প্রিয় ‘মাহা’

আশা করি সর্বশক্তিমান আল্লাহ্‌র মেহেরাবাণীতে তুমি ভালো আছো। আমি দুঃখিত যে, তোমার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি যোগ দিতে পারিনি যেখানে আমার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। তোমাকে না জানিয়ে আমার অনুপস্থিতিতে তুমি না জানি কতইনা দুশ্চিন্তা করেছ এতে আমি অনুশোচনাবোধ করছি। মাহা বিশ্বাস কর, আমার বোনের হঠাৎ অসুস্থার কারণে আমি আসতে পারিনি। তাকে নিয়ে আমাকে হাসপাতালে যেতে হয়েছে এবং ভর্তি করাতে হয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। সে এখনো আশঙ্কামুক্ত নয়। আমাদের কয়েকজন বন্ধু-বান্ধব হাসপাতালে তাকে দেখতে এসেছে। তুমি এলে দেখতে পাবে আমি তার শুশ্রূষায় কতটা ব্যস্ত সময় কাটাচ্ছি।

আশা করি, তুমি তোমার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমার আসতে না পারার কারণ বুঝতে পেরেছো। আশা করি আমি আগামী দিনে আর এ রকম হবে না। তোমার সাক্ষাতের অপেক্ষায় আছি। শুভ কামনায়

তোমারই

‘হাবিব’

Post a Comment

Support Us