Future Indefinite Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার “Future Tense বা ভবিষ্যত কালের প্রথম প্রকার Future Indefinite Tense / Simple Future Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।



Future Indefinite Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

⇘ Future Indefinite Tense এর পরিচয়ঃ কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বুঝাতে Verb এর যে রুপ হয় তাকে Future Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা, বি, বেন ইত্যাদি হয়।

গঠন প্রণালীঃ Subject + shall / will + verb এর present form (V1) + object / extension.

উদাহরণঃ

I shall go home.

She will buy a plot of land.

They will attend the class.


⇘ নোটঃ Future Indefinite Tense এ shall/will এর ব্যবহার নিয়ে British এবং American ইংরেজিতে কিছুটা পার্থক্য রয়েছে। যেমনঃ

British ইংরেজিতেঃ First Person ‘I, we’ এর পরে Shall এবং Second Person ‘You’ ও Third Person ‘he, she, it, they’ ইত্যাদির পরে Will বসে। অর্থাৎ, First Person ‘I, we’ এর পরে Shall এবং বাকি সব ক্ষেত্রে Will বসে।

আমেরিকান ইংরেজিতেঃ যে কোনো First, Second এবং Third Person এর পরে Will ব্যবহার করা হয়।

 

উল্লেখ্য, বাক্যের Affirmative গঠন ছাড়াও আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative। নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –


⇘ Negative এ গঠনঃ

গঠনপ্রণালীঃ Subject + shall / will + not + verb এর present Form (V1) + object / extension.

উদাহরণঃ

I shall not go home.

She will not buy a plot of land.

They will not attend the class.

 

⇘ Interrogative এ গঠনঃ

গঠনপ্রনালীঃ Shall/will + subject + verb এর present form (V1) + object/extension +?

উদাহরণঃ

Shall I go home?

Will she buy a plot of land?

Will they attend the class?

 

 

⇘ Negative-Interrogative এর গঠনঃ

গঠনপ্রনালীঃ Shall/will + subject + not + verb এর present form (V1) + object/extension +?

উদাহরণঃ

Shall I not go home?

Will she not buy a plot of land?

Will they not attend the class?

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment