পরীক্ষায় তোমার সাফল্যের কথা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ

পরীক্ষায় সাফল্যঃ তুমি জেনে খুশি হবে যে আমি সকল বিষয়ে ভালো নম্বর পেয়েছি। মেধার বিচারে আমি পরীক্ষায় প্রথম হয়েছি। আমার শিক্ষকগণ আমাকে উচ্চ প্রশংসা করেছেন

পরীক্ষায় তোমার সাফল্যের কথা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ।

পরীক্ষায় তোমার সাফল্যের কথা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখ


বরিশাল

জানুয়ারি ৫, ২০২৩

প্রিয় ‘মাহা’

তোমার চিঠীটি এইমাত্র পেলাম। কিছুদিন আগে আমাদের ডিগ্রী নির্বাচনী পরীক্ষার ফল বের হয়েছে। তুমি জেনে খুশি হবে যে আমি সকল বিষয়ে ভালো নম্বর পেয়েছি। মেধার বিচারে আমি পরীক্ষায় প্রথম হয়েছি। আমার শিক্ষকগণ আমাকে উচ্চ প্রশংসা করেছেন। তোমার বাবা-মাকে আমার ফলাফল জানাবে। যত দ্রুত সম্ভব আমি তোমার সাথে সাক্ষাৎ করবো।

আজ আর নয়। ভালোবাসা ও কল্যাণ কামনায়।

তোমারই বন্ধু

‘হাবিব’

Post a Comment

Support Us