তোমার নিজ গ্রামের বন্যা পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়ে তোমার পিতার নিকট একটি চিঠি লেখ

তোমার নিজ গ্রামের বন্যা পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়ে তোমার পিতার নিকট একটি চিঠি লেখ।

তোমার নিজ গ্রামের বন্যা পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়ে তোমার পিতার নিকট একটি চিঠি লেখ


প্রিয় বাবা,

আসসালামু আলাইকুম

অনেক দিন যাবৎ আপনার কোনো চিঠি পাচ্ছি না। সংবাদপত্রে দেখলাম আমাদের এলাকা বন্যার কারণে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে করার কারণ আছে যে, আমাদের থানার সবগুলো গ্রামই এখন পানির নিচে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় আমি ব্যক্তিগতভাবে এসে দেখতে পারছি না বন্যা আমাদের এলাকার কি পরিমাণ ক্ষতি সাধন করেছে। তাই আমি খুব দুশ্চিন্তার ভিতর দিয়ে দিন কাটাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন, আমাদের অন্যান্য আত্মীয়স্বজন কেমন আছে এবং বন্যা আমাদের কেমন ক্ষতি করেছে এসব বিষয় অনুগ্রহ করে অতিসত্বর লিখে জানিয়ে আমাকে দুশ্চিন্তামুক্ত করুন।

আপনাকে এবং আম্মাকে সালাম জানিয়ে শেষ করছি।

আপনার স্নেহের পুত্র

‘ম’

Post a Comment

Support Us