বোনের বিয়েতে বন্ধুকে দাওয়াত করে একখানি পত্র লেখ

 তোমার বোনের বিয়েতে বন্ধুকে দাওয়াত করে একখানি পত্র লেখ।

 

তোমার বোনের বিয়েতে বন্ধুকে দাওয়াত করে একখানি পত্র লেখ।

প্রিয় ‘ম’

পত্রের শুরুতে আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ কর। আশা করি সর্বশক্তিমান আল্লাহ্‌র রহমতে ভালো আছো। যাই হোক, তুমি শুনে খুশি হবে আমার ছোট বোনের বিয়ে ২০২৩ ইং সালের ২২ মার্চ আমাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। উক্ত বিবাহ অনুষ্ঠানে তুমি আন্তরিকভাবে আমন্ত্রিত। অনুষ্ঠানে নির্ধারিত তারিখের আগেই তোমাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করে অনুষ্ঠানটি সার্থক হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে পারো।

আজ আর নয়। তোমার বাবা-মাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাবে।

তোমার প্রিয় বন্ধু

‘এ’

Post a Comment

Support Us