বৃক্ষরোপণ সম্বন্ধে একটি চিঠি লেখ।
বাংলাবাজার,
ঢাকা
মার্চ
১৩, ২০২৩
প্রিয়
‘এ’
আজ
আমি তোমাকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বলতে যাচ্ছি। বৃক্ষ আমাদের পরম বন্ধু। তারা
আমাদের ফল ও কাঠ দেয়। ফল ভিটামিন ও খনিজের উৎস। কাঠ খুব প্রয়োজনীয় বস্তু। বৃক্ষ পরিবেশগত
ভারসাম্য রক্ষা করে। তারা ভূমিক্ষয় রোধ করে। বৃষ্টিপাত ঘটিয়ে মরুভূমি হওয়া থেকে রক্ষা
করে। কিন্তু কিছু লোক না ভেবেচিন্তে গাছ কেটে বনজঙ্গলের ধ্বংস সাধন করে। এই বিবেচনাহীন
কাজকে আমরা বন্ধ করবো এবং ক্ষতি পূরণ করবো। সেজন্য বাড়ি, স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতাল,
নদীর তীর এবং অন্যান্য প্রতিষ্টানের পার্শ্ববর্তী জায়গায় গাছ লাগানো উচিত। তাছাড়া সরকারি
বার্ষিক বৃক্ষরোপণ অনুষ্টানে সক্রিয় অংশগ্রহণ করা উচিত। আশা করি তুমি এ ব্যাপারে একমত
এবং প্রয়োজনীয় কাজ করবে। এ ব্যাপারে তোমার কার্যক্রম সম্পর্কে জানাবে।
আজকের
মতো এখানেই থাক।
তোমারই
‘স’